নিজস্ব প্রতিবেদন:  ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই গ্ল্যামার, রোনাল্ডো মানেই স্টাইল, সিআর সেভেন মানেই নতুন নতুন গাড়ির শখ। পৃথিবীর সব সুন্দর আর দামি গাড়ি রয়েছে রোনাল্ডোর গ্যারেজে। কিন্তু করোনা পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন আর্থিক মন্দায় ভুগছে, তখন যেন কার্যত অসাধ্যসাধন করলেন পর্তুগিজ সুপারস্টার। কিনে ফেললেন বিশ্বের সবচেয়ে দামি গাড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


৮.৫ মিলিয়ন ইউরো দিয়ে বুগাতি লা ভয়চার নয়ার কিনে ফেললেন  ক্রিশ্চিয়ানো। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৭৫ কোটি টাকা। টানা ন'বার সিরি-এ তে চ্যাম্পিয়ন হয়েছে  জুভেন্টাস। ৩৬ তম চ্যাম্পিয়নশিপ জিতেছে রোনাল্ডোর ক্লাব, আর সেই খেতাব জেতার জন্য নিজেকেই নিজে উপহার দিয়েছেন তিনি এই দামি গাড়ি।


 




বহুমূল্য এই গাড়ি পাওয়ার পরই নিজের ইনস্টাগ্রামে গাড়ির সঙ্গে ছবি শেয়ার করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর নতুন গাড়ির গতিবেগ ঘণ্টায় ৩৮০ কিলোমিটার। জুন মাসেই ৫.৫ মিলিয়ন পাউন্ড খরচ করে বিলাসবহুল ইয়ট কিনেছেন পর্তুগিজ তারকা।


 


আরও পড়ুন - এবছরের স্থগিত হয়ে যাওয়া টি-২০ বিশ্বকাপ কবে? জানা যেতে পারে ICC-র বৈঠকে