জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: মাঠে নেমে গোল করতে পারছেন না। আল নাসেরের (Al Nassr FC) জার্সি গায়ে চাপিয়ে তেমন সাফল্য এখনও পাননি। মাঝেমধ্যেই মেজাজ হারাচ্ছেন। তবে তাই বলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) কিন্তু নিজের মধ্যেই আছেন। কারণ ফের একবার দামী ঘড়ি উপহার পেলেন 'সিআর সেভেন' (CR 7)। ফলে তাঁর বাড়ির ক্যাবিনেটে আরও একটি দামী জিনিস জুড়ে গেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এবার রোনাল্ডোর হাতে দেখা গেল ৯২ হাজার পাউন্ডের ঘড়ি। ভারতীয় মুদ্রায় এই ঘড়ির দাম ৯৪৫৯৭৭১.২০ টাকা। এটি অবশ্য তিনি নিজে কেনেননি। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক এবং জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কোং ঘড়িটি পর্তুগা মহাতারকাকে উপহার হিসেবে দিয়েছেন।


উপহার পাওয়া ঘড়ি পরে ছবি পোস্ট করে রোনাল্ডো টুইটারে লিখেছেন, 'সৌদি আরবের রিয়াদে জ্যাকবের নতুন বুটিকে গিয়ে দারুণ অনুভূতি হয়েছে। আন্তরিকভাবে স্বাগত জানানোর জন্য জ্যাকব ফের আরবোকে ধন্যবাদ।’



আরও পড়ুন: Barcelona FC Financial Controversy: বড় ধাক্কা! আর্থিক অনিয়মের দায়ে বার্সেলোনার ১ কোটি ৫৭ লাখ ইউরো জরিমানা


আরও পড়ুন: AFC Asian Cup 2023: 'গ্রুপ অফ ডেথ'-এ সুনীলের ভারত! প্রতিপক্ষ সিরিয়া, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান


তাঁর হাতে থাকা সবুজ রঙের ঝলমলে এই ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরে। বিশেষভাবে তৈরি করা এই ঘড়ির সামনের অংশে ৭ নম্বর জার্সি পরা রোনাল্ডোকে গোল উদ্‌যাপন করতে দেখা যাচ্ছে। যেখানে একটি জায়গায় তাঁর স্বাক্ষরের পাশাপাশি ইংরেজিতে 'সিআর সেভেন' লেখা রয়েছে। আর ঘড়ির পিছনের দিকে রোনাল্ডোর বিখ্যাত ‘সিউ’ উদ্‌যাপনের ছবিও রাখা হয়েছে। সৌদি আরবে কোম্পানিটির একটি বুটিক স্টোর উদ্বোধন করতে গিয়ে ঘড়িটি উপহার হিসেবে পেয়েছেন তারকা স্ট্রাইকার। রোনাল্ডোকে উপহার পাওয়া এই ঘড়ির নাম ‘হার্ট অব সিআর সেভেন বাগুয়েত্তে’।


জ্যাকব অ্যান্ড কোং এখন রোনাল্ডোর কেরিয়ারের সেরা মুহূর্তগুলো দিয়ে সাজিয়ে ঘড়ির নতুন সংগ্রহ বাজারে আনতে চাইছে। তাঁকে উপহার দেওয়া 'হার্ট অফ সিআর সেভেন বাগুয়েত্তে' নতুন আনা চারটি মডেলের একটি। চারটি মডেলের মধ্যে সবচেয়ে দামি ঘড়ির নাম 'দ্য ফাইট অব সিআর সেভেন বাগুয়েত্তে'। এই ঘড়ির দাম ১ লাখ ৪৫ হাজার পাউন্ড। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)