Cristiano Ronaldo: রোনাল্ডোর ১৩তম গোলে জমে উঠল সৌদি প্রো লিগ, ভালো জায়গায় আল নাসের
নিজদের গত ম্যাচে আল হিলালের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল আল ইতিহাদ। তাই আল নাসেরের কাছে সুযোগ চলে আসে। সেই সুযোগকে কাজে লাগালেন রোনাল্ডো ও তালিস্কা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলটার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম আগেই জুড়ে গিয়েছিল। তবুও আল নাসেরের (Al Nassr FC) সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না। আল তাইয়ের (Al Ta'ee FC) বিরুদ্ধে নামার আগে সৌদি প্রো লিগে (Saudi Pro League) নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে দুই ম্যাচে হেরেছিল আল নাসের। ড্রও করেছে এক ম্যাচে। তবে লিগ জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখতে আল-তাইয়ের বিরুদ্ধে জয় ছাড়া অন্য বিকল্প ছিল না।
আর এমন 'ডু অর ডাই' ম্যাচে পর্তুগালের (Partugal) মহাতারকা ও অ্যান্ডারসন তালিস্কার (Anderson Talisca) গোলে ২-০ ব্যবধানের জয় পেয়েছে আল নাসের। আর এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল-ইতিহাদের সঙ্গে আল নাসেরের পয়েন্টের ব্যবধান দাঁড়াল ৩।
আরও পড়ুন: Wrestlers Protest: যন্তরমন্তর থেকে সরছেন সাক্ষী মালিক-ভিনেশ ফোগাটরা! পরবর্তী যুদ্ধক্ষেত্র কোথায়?
আরও পড়ুন: Sourav Ganguly: Y নয়, এবার থেকে Z ক্যাটেগরির নিরাপত্তা পাচ্ছেন 'প্রিন্স অফ ক্যালকাটা', কিন্তু কেন?
নিজদের গত ম্যাচে আল হিলালের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করেছিল আল ইতিহাদ। তাই আল নাসেরের কাছে সুযোগ চলে আসে। সেই সুযোগকে কাজে লাগালেন রোনাল্ডো ও তালিস্কা। ২-০ গোলে বিপক্ষকে হারানোর জন্য সৌদি প্রো লিগের দৌড়ে টিকে রইল আল নাসের। ২৭ ম্যাচ শেষে আল ইতিহাদের পয়েন্ট এখন ৬৩। সমান ম্যাচ খেলে আল নাসরের পয়েন্ট ৬০। লিগে এখনও ৩টি ম্যাচ বাকি।
লিগে গত ম্যাচে দুর্দান্ত খেলেও গোল পাননি রোনাল্ডো। আল খালিজের বিরুদ্ধে তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে আসে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে আল নাসরের প্রথম গোলটি এসেছে তাঁর পা থেকেই। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন 'সি আর সেভেন'। ৮০ মিনিটে বিপক্ষের জালে বল ঢুকিয়ে শেষ পেরেক পুঁতে দেন তালিস্কা। ফলে 'ডু অর ডাই' ম্যাচে ৩ পয়েন্ট নিয়েই মাঠে ছাড়ে আল নাসের।