নিজস্ব প্রতিবেদন :  ন'বছর রিয়াল মাদ্রিদে কাটিয়ে স্যান্তিয়াগো বার্নাব্যুকে বিদায় জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে চার বছরের চুক্তিতে যোগ দিয়েছেন সিআর সেভেন। স্মৃতির সরণী বেয়ে এবার রোনাল্ডোকে নিয়ে ৬ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিও প্রকাশ করল রিয়াল মাদ্রিদ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পুরনো ক্লাবের বিরুদ্ধে কবে খেলবেন জুভেন্তাসের রোনাল্ডো, জানেন?


ইংল্যান্ড থেকে ২০০৯ সালে রিয়ালে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ সালে স্পেন থেকে এবার তাঁর গন্তব্য ইতালি। রিয়ালে রোনাল্ডোর প্রথম দিন, প্রথমবার জার্সি গায়ে মঞ্চে ওঠা থেকে শুরু করে কয়েক মাস আগের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার দৃশ্য। তাঁর খেলার বেশ কিছু মুহূর্ত। দারুণ কিছু গোল, নিজস্ব ভঙ্গিতে উত্সবে মেতে ওঠার ফ্রেম -এই সব টুকরো টুকরো ছবির কোলাজেই গড়ে উঠেছে ভিডিওটি। ক্যাপশনে লেখা রয়েছে, 'ধন্যবাদ ক্রিশ্চিয়ানো'।



এই ভিডিও প্রকাশের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে, সেটা হল রোনাল্ডোর চলে যাওয়ায় আবেগতাড়িত রিয়াল মাদ্রিদ। আসলে রিয়াল সমর্থকদের কাছে রোনাল্ডো তো এখন শুধুই স্মৃতি।