জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) খেলা দেখতে মাঠে আসেন প্রচুর লিয়োনেল মেসির (Lionel Messi) সমর্থক। একথা বলাই যায়। কারণ মাঠে রোনাল্ডোকে দেখলেই গ্য়ালারি থেকে মেসির নামে জয়ধ্বনি তোলেন তাঁর অন্ধভক্তরা। এ ঘটনা এখন আর নতুন কিছু নয়। বহু বছর ধরেই চলে আসছে। এরকমই এক ঘটনার সাক্ষী থাকল রিয়াদ সিজন কাপের ফাইনাল (Riyadh Season Cup Final 2024)। রিয়াদের কিংডম এরিনায় শিরোপা নির্ধারণকারী ম্য়াচে মুখোমুখি হয়েছিল আল-হিলাল ও আল-নাসের (Al-Hilal vs Al-Nassr)। আল-হিলাল ২-০ গোলে জিতে চ্য়াম্পিয়ন হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WATCH: নাটকীয় ফাইনালে বোতলবৃষ্টি, অগ্নিগর্ভ ঢাকায় শেষে টস! ভারতের ট্রফিতে ভাগ বাংলাদেশের


দেখতে গেলে রিয়াদ সিজন কাপের ফাইনাল ভুলে যেতে চাইবেন আল-নাসের অধিনায়ক। পর্তুগিজ কিংবদন্তির জন্য় রাতটা একেবারেই স্মরণীয় ছিল না। রোনাল্ডো ফাইনালে একেবারেই ছাপ ফেলতে পারেননি। একটিই গোলমুখী শট নিয়েছিলেন তিনি। সেটিও আল-হিলালের গোলকিপার ইয়াসিন বোনু রুখে দিয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনবার তিনি অফসাইডের ফাঁদে ধরা পড়ে যান। ফ্রি-কিক না দেওয়ায় বলের উপর রাগ দেখানোর জন্য় রোনাল্ডোকে হলুদ কার্ডও দেখতে হয়েছে। আর এর সঙ্গেই মিশেছিল রোনাল্ডোকে দেখে, মাঠে মেসির নামে স্লোগান। এসব মিলিয়েই কিংবদন্তি খেপে লাল হয়ে যান। মেসি সমর্থকদের রেগে গিয়ে বলেন, 'মাঠে এখন আমি আছি, মেসি নেই।' ম্য়াচ শেষের পরেও রোনাল্ডোকে রেয়াত করেননি প্রতিপক্ষ দলের কিছু সমর্থক। তাঁরা রোনাল্ডোকে লক্ষ্য় করে স্কার্ফ ছুড়েছিলেন। রোনাল্ডো সেই স্কার্ফ নিয়ে যা করেন, সেই ঘটনা ভাইরাল হয়ে গিয়েছে




ব্য়ালন ডি'অর ও ফিফা বেস্টে মেসির সাম্প্রতিক আধিপত্য় প্রসঙ্গেও রোনাল্ডো তাঁকে বিঁধেছিলেন। দুবাই গ্লোবাল সকার অ্যাওয়ার্ডসে একাধিক পুরস্কার জিতেই প্রতিবাদে সরব হয়েছিলেন রোনাল্ডো। তিনি বলেছিলেন, 'দেখুন আমার মনে হয়ে পুরস্কার তার বিশ্বাসযোগ্য়তা হারাচ্ছে। পুরো মরসুমটাই বিশ্লেষণ করতে হবে। এটা বলছি না যে, মেসি-হাল্য়ান্ড-এমবাপে এটির যোগ্য ছিল না। আমি আর এই পুরস্কারগুলিতে বিশ্বাস করি না। আমি গ্লোব সকার জিতেছি বলেই এই কথা বলছি না। আমি তথ্য় ও পরিসংখ্য়ানের ভিত্তিতেই বলছি। নম্বর কখনও প্রতারণা করে না। ওরা চাইলেই আমার থেকে এই ট্রফি কেড়ে নিতে পারে না। কারণ আমি বাস্তব বলছি, আর এটি আমাকে আরও আনন্দ দেয়। কারণ সংখ্যাগুলি সত্যই।' ২০১০ সাল থেকেই ব্যালন ডি'অর হোক বা দ্য় বেস্ট, মেসি বা রোনাল্ডো, কেউ কখনও কাউকে একে দেখেননি। অর্থাৎ এক নম্বরের জন্য় ভোট দেননি।  মুখেই শুধু শ্রদ্ধার বুলি, বাস্তবে কেউ কারোর ভালো চায়নি! 


আরও পড়ুন: Messi | Inter Miami: আহত মেসি বেঞ্চে! পুরো খেলা দেখেও উঠল টাকা ফেরানোর দাবি
 


 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)