জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: নিজের ফর্ম ভালো নেই। তাঁর দল আল নাসের এফসি (Al Nassar FC) একেবারেই পারফর্ম করতে পারছে না। ফলে সৌদি আরবে (Saudi Arabia) এসেও একাধিক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগের (Saudi Pro League) ম্যাচে আল খালিজের (Al Khaleej FC) সঙ্গে ১-১ গোলে ড্র হয় আল নাসেরের ম্যাচ। পয়েন্ট নষ্ট হওয়ায় মেজাজ ভালো ছিল না রোনাল্ডোর। দল পয়েন্ট নষ্ট করলেই মেজাজ হারাচ্ছেন রোনাল্ডো। এ বার প্রতিপক্ষ দলের এক সাপোর্ট স্টাফকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল পর্তুগালের (Portugal) অধিনায়কের বিরুদ্ধে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৫৮ মিনিটে রোনাল্ডো গোলও করেন কিন্তু রেফারি অফসাইডের অজুহাতে সেই গোল বাতিল করে দেন। খেলার শেষে আরও নাটক ছিল। ম্যাচ ড্র হওয়ায় ক্ষুব্ধ রোনাল্ডো প্রতিপক্ষের ফুটবলারদের সঙ্গে জার্সি বিনিময় করতে রাজি হননি। আল খলিজ দলের এক সাপোর্ট স্টাফ রোনাল্ডোর সঙ্গে সেলফি তুলতে যান। কিন্তু ম্যাচ ড্র হওয়ায় রোনাল্ডোর মেজাজ ভালো ছিল না। তিনি আল খলিজ দলের সেই সাপোর্ট স্টাফকে ধাক্কা মেরে সরিয়ে দেন।  



আরও পড়ুন: Lionel Messi: লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ মেসি, সেরা দল বিশ্বজয়ী আর্জেন্টিনা


আরও পড়ুন: Salman Khan-East Bengal: ১৩-য় কলকাতায় সলমান, ভিডিয়ো বার্তায় ইস্টবেঙ্গল মাঠে আসার আমন্ত্রণ অনুরাগীদর


ম্যাচের মাঝেও আল নাসের অধিনায়ককে মেজাজ হারাতে দেখা গিয়েছে। রেফারির সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। আল খালিজের বিরুদ্ধে গোলের সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনাল্ডো। এই ম্যাচে পয়েন্ট নষ্ট করায় আল নাসের খেতাব জয়ের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়ল। প্রধান প্রতিপক্ষ আল ইত্তেহাদের থেকে ২ পয়েন্ট পিছিয়ে রয়েছে রোনাল্ডোর দল।



আল নাসের ও আল খলিজের খেলার শেষে রোনাল্ডোর যে পরিসংখ্যান সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে তিনি ৫৪ বার বল ছুঁয়েছেন। আটটি শট নিয়েছেন। ২২টি পাস তাঁর সফল হয়েছে। দুটো সুযোগ তৈরি করেছেন। রোনাল্ডো গোল অবশ্য পাননি। অবশ্য গোল পাননি তাই বা বলা যাবে কীভাবে!


আল খলিজ ৪ মিনিটে গোল করে এগিয়ে যায় প্রথমে। খলিজের হয়ে গোলটি করেন ফ্যাবিও মার্টিন্স। অ্যালভারো গনজালেজ ১৭ মিনিটে সমতা ফেরান। তার পর আর কোনও দল গোল করতে পারেনি। লিগ তালিকায় সবার উপরে আল ইত্তিহাদ। ২৬ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৬২। আল নাসের তাদের থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)