জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) পর্তুগালে গিয়ে, আল নাসেরের (Al Nassr) হয়ে সেল্টা ভিগোর (Celta Vigo) বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছেন। প্রাক মরসুম প্রস্তুতি পর্বে আল নাসের ০-৫ গোলে হেরেছে পর্তুগিজ দলের কাছে। প্রথমার্ধে রোনাল্ডো খেলেছেন, দ্বিতীয়ার্ধে বেঞ্চে বসে তিনি দলের পাঁচ গোল খাওয়া হজম করেছেন। আর এই ম্যাচেই রোনাল্ডো এক বিরাট ভুল করে ফেলেছেন। রোনাল্ডো যে শিন প্যাডটি পরে খেলেছিলেন সেটি ছিল অ্যাডিডাসের (Adidas X Pro Shin pads)! যা নাইকের (NIKE) প্রতিদ্বন্দ্বী কোম্পানি। ২০০৩ থেকে রোনাল্ডোর সঙ্গে নাইকের চুক্তি। প্রকাশ্যে রোনাল্ডোকে নাইকের পণ্যই ব্যবহার করতে হবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Lionel Messi: মেসি ম্যানিয়ায় কাঁপছে মায়ামি! একুশের বিপ্লবে টিকিটের দাম শুনলে মাথা ঘুরে যাবে


রোনাল্ডো আজ বিশ্বের সবেচেয়ে ধনীতম অ্যাথলিট হয়েছেন নাইকের জন্যই। কারণ এই মুহূর্তে সিআর সেভেন (CR7) ১০ বছরের জন্য নাইকের সঙ্গে ১৪৭ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে রয়েছেন! এহেন আচরণের জন্য প্রশ্ন উঠে গেল রোনাল্ডোর সেই চুক্তি নিয়েও। কারণ রোনাল্ডো কার্যত চুক্তিভঙ্গ করে ফেললেন।  উরোপের সবচেয়ে বড় ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াপোশাক প্রস্তুতকারক সংস্থারই প্রচার করে ফেললেন পর্তুগিজ জাদুকর। কারণ রোনাল্ডোর অ্যাডিডাসের সিন প্যাড পরে ফুটবল খেলার ছবি ভাইরাল হয়ে গেল! এখন দেখার নাইক কি পদক্ষেপ নেয়! রোনাল্ডো সাধারণ নিজের ছবি দেওয়া কাস্টোমাইজড শিন প্যাড পরে থাকেন। কেন রোনাল্ডো অ্যাডিডাসের সিন প্য়াড পরেছিলেন, তা তিনিই বলতে পারবেন!



রোনাল্ডো যে রাতে সেল্টা ভিগোর বিরুদ্ধে নেমেছিলেন, সেই রাতে লিয়োনেল মেসিকে বরণ করে নিয়েছিল ইন্টার মায়ামি। রোনাল্ডো খেলছেন সৌদি প্রো লিগে। মেসি বেছে নিয়েছেন মেজর লিগ সকার। সিআর সেভেনের থেকে জানতে চাওয়া হয়েছিল যে, সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকারের মধ্যে তিনি কোন প্রতিযোগিতাকে এগিয়ে রাখবেন, যা শুনে রোনাল্ডো বলেন,'সৌদি লিগ এমএলএস-এর চেয়ে অনেক ভালো।' রোনাল্ডো আল নাসেরে আসার পরেই করিম বেঞ্জেমা, এন'গোলো কান্তে ও রুবেন নেভেসের মতো বিশ্ব মাতানো ফুটবলাররা আল-ইতিহাদ ও আল-হিলালের মতো ক্লাবে যোগ দিয়েছেন। এই প্রসঙ্গে রোনাল্ডো বলেন, 'অনান্য প্লেয়ারদের জন্য আমি সৌদি লিগ উন্মুক্ত করে দিয়েছি।' ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস মাতানো কিংবদন্তি সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি আর কখনই ইউরোপিয়ান ফুটবলে ফিরবেন না। তিনি এই প্রসঙ্গে বলেন, 'আমি ১০০ শতাংশ নিশ্চিত যে, আমি আর ইউরোপিয়ান ক্লাবে ফিরব না। আমার এখন ৩৮ বছর বয়স। ইউরোপিয়ান ফুটবল গুণগত মান অনেক হারিয়েছে। তবে এরকমাত্র প্রিমিয়র লিগ ভালো করছে। ওরা সব লিগের চেয়ে এগিয়ে আছে।'


পর্তুগালের হয়ে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিতর্তিক অধ্যায় মুছে, ফের নতুন ইনিংস শুরু করেছেন সিআর সেভেন। গতবছর ডিসেম্বরে, রোনাল্ডো মূলত খবরে এসেছিলেন দু'টি কারণে। এক) রেকর্ড অর্থে আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে। দুই) ইউরোপিয়ান ফুটবল ছেড়ে এশিয়ান ফুটবলে পা দিয়ে। এই ক্লাব থেকে প্রতি বছর ২০০ মিলিয়ন ইউরো করে পাবেন পর্তুগিজ মহাতারকা। তারকা স্ট্রাইকারের সঙ্গে সৌদি আরবের ক্লাবের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি হয়েছে। প্রথমে শোনা গিয়েছিল ২০৩০ পর্যন্ত রোনাল্ডো থাকবেন এই ক্লাবে। প্রথম আড়াই বছর তাঁকে পাওয়া যাবে চেনা ফুটবলারের ভূমিকায়। এর পরের পাঁচ বছর সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে সৌদি ব্যবহার করবে তাদের অ্যাম্বাসডর হিসাবে। কিন্তু এখন জানা যাচ্ছে রোনাল্ডো থাকছেন ২০২৫ পর্যন্তই!


আরও পড়ুন: Cristiano Ronaldo: 'সৌদি লিগ অনেক ভালো'! মেসি মায়ামিতে আসতেই রোনাল্ডোর কটাক্ষ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)