নিজস্ব প্রতিবেদন: কেরিয়ারে ৭০০ গোল করে মঙ্গলবার রাতেই রোনাল্ডোকে ছুঁয়েছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বীর মাইলস্টোন ছোঁয়ার রাতেই সিরি এ-তে চোখ ধাঁধানো গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি বক্সের বাইরে থেকে প্রায় ২২ গজ দূর থেকে বুলেট শটে গেনোয়া গোলকিপারকে পরাস্ত করেন পর্তুগিজ সুপারস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনা পরবর্তীসময়ে মাঠে ফেরার পর সিরি এ-তে টানা তিনটে ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি লিগে ২৫ ম্যাচে ২৪ গোল করা হয়ে গেল সিআরসেভেনের। গেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতালিয়ান সিরি এ খেতাবের আরও কাছে পৌঁছে গেল জুভেন্টাস।


 



মঙ্গলবার রাতে অ্যাওয়ে ম্যাচে জুভেন্টাসের তিনটে গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৫০মিনিটে দুরন্ত গোলে গতবারের চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পাওলো দিবালা। ৬ মিনিট পর ডান পায়ের বুলেট শটে ব্যবধান বাড়ান রোনাল্ডো। জুভেন্টাসের বড় জয় নিশ্চিত করে ডগলাস কোস্তার গোল। খেলার শেষদিকে ব্যবধান কমায় গেনোয়া।



গেনোয়াকে ৩-১ গোলে হারিয়ে লিগ শীর্ষে ইতালিয়ান জায়ান্টরা। ২৯ ম্যাচে জুভেন্টাসের পয়েন্ট যেখানে ৭২ সেখানে দ্বিতীয় স্থানে থাকা লাজিও-র পয়েন্ট ৬৮। লাজিও-র থেকে চার পয়েন্টে এগিয়ে জুভেন্টাস।



আরও পড়ুন- মেসির মাইলস্টোনের রাতেও পয়েন্ট নষ্ট বার্সেলোনার, ফিকে হচ্ছে খেতাবের স্বপ্ন!