নিজস্ব প্রতিবেদন :  স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি দিয়েও স্বমহিমায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রতি ম্যাচেই জুভেন্তাসের জার্সিতে  গোল করেই চলেছেন সিআর সেভেন। শনিবার সিরি আ-তে স্পালের বিরুদ্ধে গোল করেই রেকর্ড গড়ে ফেললেন রোনাল্ডো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - স্থায়ী কোচের দায়িত্ব পেয়েই হেরে গেলেন সোলারি, এইবারের কাছে হারল রিয়াল


শনিবার স্পালের বিরুদ্ধে ম্যাচের ২৮ মিনিটে মিরালেম পিয়ানিচের ফ্রি কিক বক্সের বাইরে পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান রোনাল্ডো। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের সাতটিতেই গোল করলেন  তিনি। জুভেন্তাস জার্সিতে এই মরশুমে সিরি-এ তে ১৩ ম্যাচে ৯ গোল করলেন রোনাল্ডো। শেষ জুভেন্তাস খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব গড়েছিলেন পিয়েত্রো আনাসতাসি ১৯৬৮-৬৯ মরশুমে। এদিন আনাসতাসিকে স্পর্শ করলেন সিআর সেভেন।



পাশাপাশি সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাসের জার্সিতে ১৬ ম্যাচে ১০ গোল করে ফেললেন ক্রিশ্চিয়ানো। ইতালির ক্লাটির ইতিহাসে যা দ্রুততম। জুভেন্তাসে যোগ দিয়ে প্রথম মরশুমেই দ্রুততম ১০ গোলের নজির এখন রোনাল্ডোর ঝুলিতেই। ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে নেয় জুভেন্তাস। অপর গোলটি করেন মারিও মানজুকিচ।