COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নিজস্ব প্রতিবেদন: স্পেনে আটকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিলাসবহুল প্রাইভেট জেট। তাই ইতালিতে ফেরা পিছল সিআর সেভেনের।


ইতিমধ্যেই ইতালি সরকার সিরি-এ দলগুলোকে অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছে। তাই জুভেন্টাসও তাদের সব ফুটবলারকে তুরিনে ফেরার নির্দেশ দিয়েছে। কিন্তু এখনও নিজের শহর মাদেইরাতেই (পর্তুগাল) আটকে রয়েছেন রোনাল্ডো।



আসলে রোনাল্ডোর প্রাইভেট জেট স্পেনে আটকে রয়েছে। সেদেশের সরকারের নিষেধাজ্ঞার জন্য তিনবার চেষ্টা করেও উঠতে পারেনি রোনাল্ডোর G650 Gulfstream জেট। তবে মনে করা হচ্ছে দ্রুত সমস্যা মিটে যাবে। সেক্ষেত্রে খুব শীঘ্রই ইতালিতে পা রাখতে পারবেন পর্তুগিজ তারকা।


 


ইতালিতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই নিজের দেশে ফিরে এসেছিলেন রোনাল্ডো। কোয়ারান্টিনে থেকে ফিট রাখার জন্য নিজের বাড়িতেই ট্রেনিং চালিয়ে যান। এবার মাঠে ফেরার পালা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার।



আরও পড়ুন -