নিজস্ব প্রতিবেদন:  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের বাড়িতে  চুরি। তবে বেশি কিছু নিতে পারেনি চোরের দল। জুভেন্টাসে রোনাল্ডোর সই করা কয়েকটা জার্সি কেবলমাত্র চুরি গিয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে যখন লিসবনের মাঠে স্পেনের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ব্যস্ত ছিলেন সিআর সেভেন। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। চুরির সময় বাড়িতে কে কে ছিলেন তা অবশ্য এখনও পরিষ্কার নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ছুটি কিংবা অবসরের সময় পরিবার নিয়ে এই বাড়িতেই থাকতেন জুভেন্টাস তারকা। লকডাউনের সময় বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এবং ছেলেমেয়েদের নিয়ে এই বাড়িতেই কাটিয়ে গেছেন রোনাল্ডো। পর্তুগিজ সংবাদমাধ্যম জানিয়েছে, ওই বাড়িরই এক কর্মী ভুল করে গ্যারেজের দরজা খুলে রেখেছিলেন। সেই দরজা দিয়েই নাকি চোর ঢুকেছিল বাড়িতে!



রোনাল্ডোর জার্সি ছাড়া আর নিয়েছে বেসবলের একটি ক্যাপ। রোনাল্ডোর সই করা জুভেন্টাসের জার্সিটির দাম হতে পারে ২০০ ইউরো বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। সিসিটিভি ক্যামেরায় চোরকে চিহ্নিত করা হলেও এখনও তাকে গ্রেফতার করা যায়নি। রোনাল্ডোর এই বাড়িতে মোট পাঁচটি গাড়ি রাখা রয়েছে গ্যারেজে।



আরও পড়ুন - মেসির গোলে বিশ্বকাপের বাছাই পর্বে জয় আর্জেন্টিনার