নিজস্ব প্রতিবেদন: হাঁটুর অস্ত্রোপচার কাটিয়ে কোর্টে ফেরার সময়টা কঠিন ছিল সাইনা নেহওয়ালের। রিও থেকে খালি হাতে ফিরতে হয়েছিল বিশ্বের প্রাক্তন এক নম্বরকে। দেখতে হয়েছিল পিভি সিন্ধুর অলিম্পিকে রুপো জয়। চারপাশে তখন শুধু সমালোচনার বন্যা। সাইনা নামটাই যেন ভুলতে বসেছিল সবাই। সেই সমালোচনাকেই নিজের ফিরে আসার রসদ হিসাবে ব্যবহার করেছেন বলে জানিয়ে দিলেন সাইনা। তারই ফল হল কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয়। তাও আবার অলিম্পিকে রুপো জয়ী সিন্ধুকে হারিয়ে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- সিন্ধুকে হারিয়ে সোনা জিতলেন সাইনা


প্রথম ভারতীয় ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় হিসাবে কমনওয়েলথে জোড়া সোনা জিতলেন হায়দারবাদী। অনেক কিছুর জবাব দেওয়া গেছে। এখনও অনেকটা বাকি। বাকি সময়টা এই ফিটনেস ধরে রাখারটাই এখন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সাইনা নেহওয়াল। গোল্ড কোস্ট কমনওয়েলথ যেন পুর্নজন্ম দিল এই হায়দরাবাদী শাটলারকে।


আরও পড়ুন- শহরে ফিরলেন সোনার মেয়েরা