নিজস্ব প্রতিবেদন :  বিশ্বকাপের ইতিহাসের অন্যতম নাটকীয় টাইব্রেকারের সাক্ষী থাকল রাশিয়ার নভগরদ স্টেডিয়াম। নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে ১-১ থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে কাসপেস স্মাইকেলের সঙ্গে লড়াইয়ে জিতলেন দানিয়েল সুবাসিচ। ডেনমার্ককে ৩-২ ব্যবধানে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের শেষ আটে ক্রোয়েশিয়া।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার খেলা শুরুর চার মিনিটের মধ্যেই দুই গোল। ৫৮ সেকেন্ডের মধ্যে ডেনমার্ককে এগিয়ে দেন ম্যাথিয়াস ইয়ুর্গেনসন। ২ মিনিটের মধ্যেই ক্রোয়েশিয়াকে সমতায় ফেরালেন মারিও মানজুকিচ। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ক্রোয়েশিয়া। কিন্তু ডেনমার্কের জমাট রক্ষণ, ক্রোয়েশিয়ার শক্তিশালী মিডফিল্ডকে খুব একটা সুযোগ দেয়নি। দ্বিতীয়ার্ধে গোলের ভাল সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।


আরও পড়ুন - অঘটনের বিশ্বকাপে এবার বাড়ির পথে স্পেন


১১৬ মিনিটে পেনাল্টি সেভ করে ডেনমার্ককে বাঁচিয়ে রাখেন গোলকিপার স্মাইকেল। পেনাল্টিতে লুকা মডরিচের শট বাঁদিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন স্মাইকেল। ম্যাচ যায় টাইব্রেকারে। আর সেখানেই স্মাইকেলকে টেক্কা দিলেন ক্রোট গোলরক্ষক সুবাসিচ। ডেনিশ গোলরক্ষক ২টি সেভ করলেও ক্রোট গোলরক্ষকের তিনটি সেভ ক্রোয়েশিয়াকে নিয়ে গেল বিশ্বকাপের শেষ আটে। ১৯৯৮ সালের পর আবার বিশ্বকাপের শেষ আটে ক্রোটরা। শনিবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সামনে আয়োজক রাশিয়া।