নিজস্ব প্রতিবেদন:  সব কিছু ওলটপালট করে দিয়েছে করোনাভাইরাস। কোনওকিছুই আর আগের মতো নেই। ভিড় বা জমায়েত করে কোথাও কিছু করা যাবে না। এটাই এখন নতুন নিয়ম। তাই স্টেডিয়ামের গ্যালারিও থাকে ফাঁকা। দীর্ঘদিন পর আবার ক্রিকেট ফিরেছে মাঠে। কিন্তু দর্শকদের গ্যালারিতে ফিরতে দেওয়া হচ্ছে না। ফলে দর্শকশূন্য স্টেডিয়ামে হচ্ছে ম্যাচ। ফাঁকা মাঠে খেলতে নেমে ক্রিকেটারদেরও মন খারাপ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনা পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটে আবার চেনা ছবি ফিরছে। মাঠে এবার দর্শকরা প্রবেশ করতে পারবেন। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ। ব্রিসবেনে সেই সিরিজ দিয়েই মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনা করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিকিট বিক্রিও নাকি শেষ!


 



মাঠে দর্শকদের জন্য ছটি নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দেওয়া হবে, তার বাইরে যেতে পারবেন না দর্শকরা। এতে স্টেডিয়ামের যে দর্শক ধারন ক্ষমতা তার অর্ধেক পূর্ণ হয়ে যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে। দর্শকদের বেশ কিছু স্বাস্থ্য বিধি এবং নির্দেশিকা বেঁধে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।


জুলাই মাসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়েই চার মাস পর  আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বাইশ গজে। বায়ো সিকিওর পরিবেশে দর্শকশূন্য স্টেডিয়ামে হয়েছে সেই ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক মাঠে প্রবেশের অনুমতি না থাকলেও জুলাই মাসের শেষ দিকে লন্ডনের ঐতিহ্যবাহী স্টেডিয়াম ওভালে সারে এবং মিডলসেক্সের মধ্যে প্রীতি ম্যাচটি কোভিড বিধি মেনে উপভোগ করেন দর্শকরা। এক হাজার দর্শককে মাঠে ঢোকার অনুমতি দেওয়া হয়।



রও পড়ুন - বিলিয়নিয়ার মেসি! রোনাল্ডোকে টেক্কা, বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এখন এলএমটেন