Prithvi Shaw: হাসপাতালের বিছানায় শুয়ে পৃথ্বী! কী হয়েছে দিল্লির ওপেনারের?
এদিন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে দিল্লি-চেন্নাই মুখোমুখি (Delhi Capitals vs Chennai Super Kings) ম্যাচ। এই ম্যাচেও যে পৃথ্বী খেলবেন না, তা বোঝাই যাচ্ছে। সম্ভবত দিল্লি গত ম্যাচের ওপেনিং জুটিকেই খেলাবে।
নিজস্ব প্রতিবেদন: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ওপেনার পৃথ্বী শ ( Prithvi Shaw) এই মুহূর্তে ভর্তি রয়েছেন হাসপাতালে! রবিবার নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে এই খবর জানিয়েছেন পৃথ্বী। তিনি লিখেছেন, "হাসপাতালে ভর্তি হয়েছি। জ্বর থেকে সেরে উঠছি। সকলের শুভকামনার জন্য ধন্যবাদ। দ্রুত অ্যাকশনে ফিরব।"
গত বৃহস্পতিবার পৃথ্বী দিল্লির বিরুদ্ধে হায়দরাবাদ ম্যাচে খেলেননি। দিল্লি তাঁকে প্রথম একাদশে রাখেনি। দলের ক্যাপ্টেন ঋষভ পন্থও জানাননি যে, কেন পৃথ্বীকে রাখা হয়নি দলে। পৃথ্বীর বদলে মণদীপ সিং ওপেন করেছিলেন ডেভিড ওয়ার্নারের বিরুদ্ধে। তিনি ম্য়াচ জেতানো ৯৪ রানের ইনিংস খেলেন পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।
এদিন নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে দিল্লি-চেন্নাই মুখোমুখি (Delhi Capitals vs Chennai Super Kings) ম্যাচ। এই ম্যাচেও যে পৃথ্বী খেলবেন না, তা বোঝাই যাচ্ছে। সম্ভবত দিল্লি গত ম্যাচের ওপেনিং জুটিকেই খেলাবে।
এদিন সকালে দিল্লির এক নেট বোলারের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। দিল্লির খেলোয়াড়রা হোটেলে আইসোলেশনে ছিলেন। এই ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল। তবে ম্যাচ হচ্ছে। এমনটাই খবর।
আরও পড়ুন: Mother's Day 2022: সচিন থেকে কোহলি, মাতৃবন্দনায় বাইশ গজের মহারথীরা
আরও পড়ুন: Debangshu Bhattacharya On KKR: 'কোটি কোটি টাকা দিয়ে আলু,বাঁধাকপি কিনেছেন, একটাও কম্মের না!'