IPL 2021: CSK র হয়ে ক্যাপ্টেনের মাইলস্টোন ম্যাচ! বোলাররা দুরন্ত জয় উপহার দিলেন MS Dhoni কে
ধোনিকে মাইলস্টোন ম্যাচে দুর্দান্ত জয় উপহার দিলেন তাঁর বোলাররা৷
চেন্নাই সুপার কিংস ১৮৮/৯
রাজস্থান রয়্যালস ১৪৩/৯
চেন্নাই জয়ী ৪৫ রানে
নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসাবে সোমবার ২০০ তম আইপিএল ম্যাচ খেলেলেন এমএস ধোনি (MS Dhoni)৷ একক ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের ডাবল সেঞ্চুরি আর কোনও ক্রিকেটারের নেই৷ এরকম একটা দিনে ক্যাপ্টেনের মুখে প্রশান্তির হাসিই মানায়৷ আর ধোনিকে মাইলস্টোন ম্যাচে দুর্দান্ত জয় উপহার দিলেন তাঁর বোলাররা৷ সোমবার ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে চেন্নাই জিতল ৪৫ রানে৷ টানা দু'ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল ধোনির ইয়েলো আর্মি৷
এদিন রাজস্থান রয়্যালস (RR) টস জিতে চেন্নাই সুপার কিংসকে (CSK) অল্প রানের মধ্যেই বেঁধে রাখত চেয়েছিল৷ ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে সাধ্য মতো সাহায্য করলেন তাঁর বোলাররা৷ সোমবার ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে এমএস ধোনির (MS Dhoni) দল ৯ উইকেট হারিয়ে তোলে ১৮৮৷ চেন্নাই ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানেই উইকেট হারাতে শুরু করে দেয় ঠিকই৷ এমনকী বড় কোনও পার্টনারশিপ এদিন গড়তে পারলেন না কেউ৷ ওই ২৫-৩০ রানের পার্টনারশিপই এল মাঝে মধ্যে৷ তাও বেশ একটা ভদ্রস্থ স্কোরবোর্ড খাড়া করল তারা৷ এদিন চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোরার ফাফ দু প্লেসিস (Faf du Plessis)৷ ১৭ বলে ঝোড়ো ৩৩ রান করেন তিনি৷ তিনে ব্যাট করতে আসা মঈন আলি (Moeen Ali) করেন ২৬৷ মিডল অর্ডারে চেন্নাইয়ের বড় ভরসা সুরেশ রায়না (Suresh Raina) ,আম্বাতি রায়ডু (Ambati Rayudu) ও রবীন্দ্র জাদজো (Ravindra Jadeja)৷ তাঁরা যথাক্রমে ১৮ ও ২৭ রান করেন৷ দলের সুপারস্টার রবীন্দ্র জাদেজা এদিন চূড়ান্ত ব্যর্থ হন৷ মাত্র ৮ রান করেন স্যার জাদজা৷ সাতে ধোনি (১৮) ও নয় নম্বরে ডোয়েন ব্র্যাভো (অপরাজিত ২০) কিছুটা হলেও রানের গতি বাড়ান৷ সবার মিলিত প্রয়াসেই চেন্নাই এদিন ১৮৮ রান তুলতে পারল৷ তবে বল হাতে আলাদা করে ছাপ রাখলেন তরুণ তুর্কী চেতন সাকারিয়া (Chetan Sakariya)৷ চার ওভার বল করে ৩৬ রান দিয়ে তিনি নিলেন ৩ উইকেট৷
আরও পড়ুন:IPL 2021: চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ২০০ ম্যাচ MS Dhoni র! লিখলেন টি-২০ ইতিহাস
চেন্নাইয়ের রান তাড়া করতে নেমে রাজস্থানের একজন ব্যাটসম্যান ছাড়া কেউ এদিন সেভাবে ক্রিজে টিকতেই পারলেন না৷ ওপেনার জস বাটলার শুধু খেললেন৷ ৩৫ বলে ৪৯ রানের ইনিংস আসে ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যানের হাত থেকে৷ বাটলারের পর মাত্র দু'জনই ২০-র কোটায় রান নিয়ে যেতে পেরেছেন৷ তাঁরা রাহুল তেওয়াটিয়া ও জয়দেব উনাদকাট৷ ঘটনাচক্রে তাঁরা ব্যাটসম্যান নন, পরিচিত বোলার হিসাবে৷ ব্যাটিং ভরাডুবিই যে রাজস্থানকে ডুবিয়েছে এই নিয়ে কোনও সন্দেহ নেই৷ তবে ধোনির বোলাররা এদিন তাঁর বিশেষ ম্যাচে ঝলসালেন মঈন আলি নিলেন তিন উইকেট, স্যাম কারান ও জাদেজা পেলেন ২টি করে উইকেট৷ একটি করে উইকেট শার্দূল ঠাকুর ও ডোয়েন ব্র্যাভোর৷ চেন্নাইয়ের খেলা দেখেই বোঝা যাচ্ছে যে, গতবারের হতাশা ঝেড়ে ফেলে এই মরসুমে ভাল কিছু মরিয়া তিনবারের চ্যাম্পিয়ন টিম৷