IPL 2021: চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ২০০ ম্যাচ MS Dhoni র! লিখলেন টি-২০ ইতিহাস

চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসাবে ২০০টি আইপিএল ম্যাচ খেলেলেন এমএস ধোনি

Updated By: Apr 19, 2021, 10:14 PM IST
IPL 2021: চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে ২০০ ম্যাচ MS Dhoni র! লিখলেন টি-২০ ইতিহাস

নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক হিসাবে ২০০টি আইপিএল ম্যাচ খেলেলেন এমএস ধোনি (MS Dhoni)৷  একক ফ্র্যাঞ্চাইজির হয়ে টি-২০ ক্রিকেটে অধিনায়কত্বের ডাবল সেঞ্চুরি আর কোনও ক্রিকেটারের নেই৷ সোমবার রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে টস করতে নেমেই এই অনন্য মাইলস্টোনে নিজের নাম লেখালেন মাহি৷ 

আইপিএলে এদিন ২০৭ নম্বর ম্যাচ খেলছেন ধোনি৷ গত সপ্তাহে চেন্নাইয়ের ২০০ নম্বর আইপিএল ম্যাচ খেলে আরেক রেকর্ড করেছিলেন তিনি৷ ধোনি চেন্নাইয়ের হয়ে সব ম্যাচে অধিনায়কত্ব করেছেন৷ শুধু ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে (CLT20) একটি ম্যাচে তিনি ক্যাপ্টেনসির ব্যাটন তুলে দেন সুরেশ রায়নার (Suresh Raina) হাতে৷

আরও পড়ুন: IPL 2021, CSK vs RR: বল হাতে ঝলসালেন Chetan Sakariya, Dhoni বাহিনী তুলল ১৮৮

ধোনি চেন্নাইয়ের হয়ে ১৭৭টি ম্যাচ খেলেছেন দেশের মাটিতে৷ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে ২৪টি ম্যাচ খেলেছেন বিদেশে৷ প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক রাইজিং পুনে সুপারজায়েন্টের (Rising Pune Supergiant) হয়ে ৩০টি আইপিএল ম্যাচ খেলেছেন৷ ধোনির সৌজন্যে চেন্নাই তিনবার আইপিএল জিতেছে ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জিতেছে৷ ৩৯ বছরের ধোনি ভারতীয়দের মধ্যে আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন (২১৬)৷ পাশাপাশি উইকেটের পিছনে দাঁড়িয়ে সর্বোচ্চবার আউট (১৪৮) করিয়েছেন৷
 

 

.