নিজস্ব প্রতিবেদন :  কথায় আছে 'মর্নিং শোজ দ্য ডে' । ক্রিকেটের মতো অনিশ্চয়তার খেলায় সেটা বোধ হয় অনেক সময়ই ভুল প্রমানিত হয়েছে। যেমনটা হল রবিবার আইপিএল ফাইনালে। হায়দরাবাদের ১৭৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারটা মেডন দিয়েছিলেন চেন্নাইয়ের শেন ওয়াটসন। সেই ওয়াটসনের অপরাজিত শতরানে ভর করেই করেই হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে এবারের আইপিএল চ্যাম্পিয়ন হয়ে গেল চেন্নাই।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার টস জিতে প্রতমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৪৭(৩৬), ইউসুফ পাঠানের অপরাজিত ৪৫(২৫), শিখর ধাওয়ানের ২৬(২৫),সাকিব আল হাসানের ২৩(১৫)রানের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে হায়দরাবাদ।


আরও পড়ুন- কে এই 'ম্যাচ ফিক্সার' মরিস?


১৭৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে ডু প্লেসিকে হারালেও ওয়াংখেড়ের বাইশ গজে ওয়াটসন-রায়না জুটির ১১৭ রানের পার্টনারশিপ চেন্নাইয়ের জয়ের ভিত গড়ে দেয়। রায়না ৩২ রানে প্যাভিলিয়নে ফিরে গেলেও ওয়াটসন কিন্তু ৫৭ বলে অপরাজিত ১১৭ রান করে চেন্নাইকে তৃতীয় আইপিএল এনে দিলেন। ১৭ রানে অপরাজিত থাকেন রায়ড়ু। আগের ম্যাচে নায়ক হলেও ফাইনালে কোনও উইকেট পেলেন না আফগান স্পিনার রশিদ খান। ৯ বল বাকি থাকতেই ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেন ওয়াটসন-রায়াডুরা। দু'বছরের নির্বাসন কাটিয়ে আইপিএলে ফিরেই চ্যাম্পিয়ন ধোনির দল।