নিজস্ব প্রতিবেদন : গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে সতীশ শিবলিঙ্গমের পর ভারোত্তলনেই ভারতের চতুর্থ সোনা এলে দিলেন ভেঙ্কট রাহুল রাগালা। পুরুষদের ৮৫ কেজি বিভাগে সোনা জিতলেন ভারোত্তলক ভেঙ্কট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


শনিবার গেমসের তৃতীয় দিনে ৮৫ কেজি বিভাগে স্ন্যাচে প্রথমবার ১৪৭ কেজি তোলার পর দ্বিতীয়বারের চেষ্টা ব্যর্থ হয় তাঁর। তৃতীয়বার ১৫১ কেজি ভার তোলেন রাহুল। আর ক্লিন অ্যান্ড জার্কে প্রথমবার ১৮২ এবং দ্বিতীয়বার ১৮৭ কেজি তুলেই সোনা নিশ্চিত করে ফেলেন ভেঙ্কট রাহুল। তৃতীয় তথা শেষ চেষ্টায় ১৯১ কেজি তুলতে ব্যর্থ হন তিনি। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ৩৩৮ কেজি ভার তুলে কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতলেন রাহুল।    



এবারের কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত ভারতের ঘরে চারটি সোনাই এনে দিয়েছেন ভারোত্তলকরা। মীরাবাঈ চানু, সঞ্জিতা চানু, সতীশ শিবলিঙ্গমের পর এবার ভারতের ঘরে সোনা এনে দিলেন আর এক ভারোত্তলক ভেঙ্কট রাহুল।


আরও পড়ুন- কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতের তৃতীয় সোনা সতীশের হাত ধরে