CWG 2022 : সবিতা পুনিয়ার দুরন্ত সেভে ব্রোঞ্জ জিতল ভারতের মহিলা দল
সবিতা পুনিয়ার অনবদ্য সেভ। ২-১-এ শুট আউট জিতল ভারত। চারটি সেভ করে ম্যাচ জেতালেন অধিনায়ক সবিতা।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভুল আম্পায়ারিংয়ের শিকার না হলে সোনা কিংবা রুপো জিতে দেশে পা রাখতে পারতেন সবিতা পুনিয়ারা। তবে সেটা না হলেও অবিচারের কয়েক ঘণ্টার মধ্যেই চলতি কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নিল ভারতের মহিলা হকি দল। পেনাল্টি শুট আউটে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিল প্রমীলাবাহিনী।
সবিতা পুনিয়ার অনবদ্য সেভ। ২-১-এ শুট আউট জিতল ভারত। চারটি সেভ করে ম্যাচ জেতালেন অধিনায়ক সবিতা। শেষবার ২০০৬ সালে ভারতের মেয়েরা পদক জিতেছিল। এ বার দীর্ঘ ১৬ বছর পর ব্রোঞ্জ পেল ভারতের মহিলা দল।
আরও পড়ুন: Amit Panghal, CWG 2022 : অমিত, নীতুর হাত ধরে জোড়া সোনা ভারতের ঘরে
আরও পড়ুন: PV Sindhu, CWG 2022: কঠিন লড়াই জিতে কমনওয়েলথে সোনার দৌড়ে সিন্ধু
উচ্ছ্বাস..! সবিতা পুনিয়ার দুরন্ত সেভে কমনওয়েলথে ব্রোঞ্জ জিতল ভারতের মহিলা দল। শেষবার ২০০৬ সালে ভারতের মেয়েরা পদক জিতেছিল। এ বার দীর্ঘ ১৬ বছর পর ব্রোঞ্জ পেল ভারতের মহিলা দল। #commonwealthgames #indianwomenhockeyteam #zee24ghanta pic.twitter.com/imeUjNtAIP
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আম্পায়ারের সিদ্ধান্তে কেঁদেছিলেন সবিতা। এ দিন তাঁর মুখে চওড়া হাসি। ২০০৬ সালের পর ফের একবার কমনওয়েলথ গেমসে পদক ভারতের মহিলা হকি দলের। শেষবার রুপোর পদক এসেছিল ২০০৬ সালের মেলবোর্ন কমনওয়েলথে। ছেলেরা কমনওয়েলথে সোনা জিততে না পারলেও মেয়েদের সেই নজির রয়েছে। ২০০২ ম্যাঞ্চেস্টার কমনওয়েলথে এসেছিল সোনার পদক।
ম্যাচটি প্রথমে নিউজিল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভারত। এমন পরিস্থিতিতে শুটআউটের মাধ্যমে ম্যাচের ফল নির্ধারিত হয়। যেখানে ভারত জিতেছে। ভারত শুটআউটে ২-১ ব্যবধানে জিতেছে এবং এর মাধ্যমে ভারত কমনওয়েলথ গেমসে তৃতীয় বারের মতো পদক জিতেছে ভারতের মহিলা হকি দল।
ভারতের একমাত্র গোলটি করেন সালিমা তেতে। দ্বিতীয় কোয়ার্টারের ১৪তম মিনিটে হাফ টাইমের আগে গোল করে ভারতকে ১-০ তে এগিয়ে দিয়েছিলেন তিনি। যা শেষ পর্যন্ত স্থায়ী ছিল। এমনকি নিউজিল্যান্ড দল শেষ চার মিনিটে তাদের গোলরক্ষককে সরিয়ে দিলেও ভারত গোল করতে পারেনি,অন্যদিকে কিউয়ি দল শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে। ম্যাচ শুটআউটে পৌঁছে যায়। ভারত এর আগে সোনা এবং রুপোর পদক জিতেছিল। কিন্তু ১৬ বছর পর এই প্রথম ভারতীয় মহিলা হকি দল পদক জিততে সফল হয়েছে।