নিজস্ব প্রতিবেদন :  ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ডাউন আন্ডারে দিন-রাতের টেস্ট খেলতে রাজি হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু ২০২০-২১ সালে সফরে অস্ট্রেলিয়ার মাটিতে দিন-রাতের টেস্ট খেলার চ্যালেঞ্জ নিতে তৈরি কোহলি ব্রিগেড। সৌরভ গাঙ্গুলির বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ ওয়া।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


রবিবারই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন ডাউন আন্ডার সিরিজের একটি টেস্ট গোলাপি বলে খেলা হবে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচের জন্য ব্রিসবেন কিংবা অ্যাডিলেডকে বেছে নেওয়া হবে। ভারত-অস্ট্রেলিয়া এই দুই দেশের মধ্যে গোলাপি বলে দিন-রাতের টেস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়া।



দেশের মাটিতে গোলাপি বলের টেস্টে এখনও অপরাজিত অস্ট্রেলিয়া। অন্যদিকে গতবছর ইডেনে প্রথম দিন রাতের টেস্টে বাংলাদেশকে হারিয়েছিল ভারত। ভারত আর অস্ট্রেলিয়া দু দলই শক্তিশালী বলে জানিয়েছেন ওয়া। কিন্তু ঘরের মাটিতে কিছুটা হলেও নিজের দেশকে এগিয়ে রাখছেন বিশ্বজয়ী এই অধিনায়ক। তিনি বলেন, "ওটা খুব ভালো হবে। এটা দর্শকদের জন্য খুবই ভালো হল , কারণ তাঁরা দুর্দান্ত একটা ম্যাচ দেখবে। অস্ট্রেলিয়ার মাঠে দিন-রাতের টেস্ট কেউ কখনও ভুলতে পারবে না। অসাধারণ পরিবেশ।  এটা অবশ্যই একটা নতুন চ্যালেঞ্জ। এবং এই জেনারেশনের কাছে খুবই উপভোগ্য। আমি নিশ্চিত ভারতীয়রা এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখবে। এটা ক্রিকেট বিশ্বের জন্য খুব ভালো। আমি খুব খুশি হয়েছি যে ভারত খেলতে রাজি হয়েছে।"


 


আরও পড়ুন - কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? ফটোসেশনে ১০ দলের অধিনায়ক