নিজস্ব প্রতিবেদন: সর্বকালের অন্যতম সেরা জোরা বোলারদের একজন তিনি। প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইনের (Dale Steyn) নিজেই ফাস্ট বোলিংয়ের একটা ব্র্যান্ড। এই মুহূর্তে স্টেইন সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) ফাস্টবোলিং কোচ হিসাবে রয়েছেন সাপোর্ট স্টাফ হিসাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্টেইনকে এক ফ্য়ান টুইটারে লেখেন যে, ভারতের বিশ্ববন্দিত জোরে বোলার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) তাঁর থেকে ভাল। এর উত্তরে ফ্য়ানকে যা বললেন স্টেইন, তা মন ছুঁয়ে নেবে। স্টেইন লিখলেন, "আমি নিশ্চিত বুমরাই। কারণ আমি এখন অবসরপ্রাপ্ত।"



 ৯৩টি টেস্টে ৪৩৯ উইকেট নেওয়া স্টেইন, দেশের জার্সিতে ১২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে নিয়েছেন ১৯৬টি উইকেট। ৪৭টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৬৪ উইকেট নেওয়া স্টেইন চুটিয়ে খেলেছেন আইপিএলেও। ৯৫টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৯৭টি উইকেট। চোট-আঘাতে জর্জরিত না হলে স্টেইনের কেরিয়ার আরও দীর্ঘায়িত হতে পারত। তাঁর মুকুটে জুড়ত আরও অনেক পালক।


কেরিয়ারের ১০ নম্বর আইপিএল খেলছেন মুম্বইয় ইন্ডিয়ান্সের মহাতারকা বুমরা। ২০১৩ সালে মুম্বইয়ের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু করেন বুমরা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের (Royal Challengers Bangalore, RCB) বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেন তিনি। বিচিত্র অ্য়াকশন ও পেসের সঙ্গেই বুমরা লাইমলাইটে এসেছিলেন অভিষেক ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) উইকেট নিয়ে। তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি বুমরাকে। খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দরজাও। আজ তিনি দেশের জার্সিতে তিন ফরম্যাটেই অবিচ্ছেদ্য অঙ্গ।


আরও পড়ুন: MS Dhoni's test retirement: ধোনির টেস্ট অবসরের সময় কেমন ছিল সাজঘরের পরিবেশ? জানালেন Axar Patel


আরও পড়ুনRashid Khan: কেন রশিদকে ছেড়েছে সানরাইজার্স হায়দরাবাদ? এবার মুখ খুললেন মুরলী


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)