ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে সরাসরী সংঘাতের খেসারত দিতে হল ড্যারেন ব্রাভোকে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়লেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। নিজের দেশের ক্রিকেট বোর্ড সভাপতি ড্যাভ ক্যামেরনকে টুইটে ইডিয়ট বলেছিলেন ব্রাভো। ব্রাভোর সঙ্গে সি-ক্যাটাগরি চুক্তি করতে চেয়েছিল ক্যারিবিয়ান বোর্ড। তারপরই ক্যামেরনকে নির্বোধ বলে মন্তব্য করেন ব্রাভো।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন লয়েড, উইকস, আমলাদের ছাপিয়ে গিয়ে কুকের নতুন রেকর্ড!


এমনকি সভাপতি পদ থেকে ক্যামেরনকে সরে যেতে বলেন তিনি।তারপরই সিরিজ থেকে বাদ পড়েন ব্রাভো। ক্যামেরনের বক্তব্য শৃঙ্খলাভঙ্গের জন্য বাদ দেওয়া হয়েছে ব্রাভোকে। তাঁর জায়গায় দলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ এ দলের অধিনায়ক জ্যাসন মহম্মদ।


আরও পড়ুন  রাজকোট টেস্ট ড্র-ই হল, তবে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ইংরেজরা