জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনার প্রাক্তন টেনিস তারকা ডেভিড ন্যালব্য়ান্ডিয়ান (David Nalbandian)। একসময়ে টেনিস সার্কিটে বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। বিশ্বের প্রাক্তন তিন নম্বর ফের খবরের শিরোনামে। ২০০২ সালের উইম্বলডন ফাইনালিস্ট ও লিয়োনেল মেসির দেশের নাগরিক এবার চরম বিপাকে। ২০০০ সালের স্পোর্টসের এলিট তারকার বিরুদ্ধে গোপনে ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ আনলেন তাঁর প্রাক্তন বান্ধবী আর্সেলি টোরাডো (Araceli Torrado) ১১টি সিঙ্গলস জয়ী ডেভিডের বয়স এখন ৪১ বছর। আর্সেলি ২৯ বছরের তরুণী। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত রিলেশনে ছিলেন ডেভিড-আর্সেলি। তারপরেই ব্রেক-আপ হয় তাঁদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Martin Guptill: উনিশের 'ভুলের' শাস্তি পাচ্ছেন তেইশেও! এখনও ভারতীয়দের ঘৃণায় তিনি, অকপট গাপটিল




ডেভিড-আর্সেলি, লিভ-ইন করতেন ইতালির শহর পালেরমোর এক অ্যাপার্টমেন্টে। তবে বিচ্ছেদের পরেও নাকি, ঘরে লাগানো স্পাই ক্য়ামের মাধ্য়মে আর্সেলির উপর লাগাতার নজরদারি চালিয়ে গিয়েছেন ডেভিড। একদিন আর্সেলির ভাই তাঁর দিদির বাড়িতে এসে উদ্ধার করেন যে, ঘরের ভেন্টিলেটরের পিছনে কিছু একটা জ্বলজ্বল করছে। তারপর পর্দা সরিয়ে তিনি ক্য়ামেরা উদ্ধার করেন। এই ক্য়ামেরা লাগানো হয়েছিল আর্সেলির বেডরুমেই। আর্সেলি পেশায় মডেল ও ইনফ্লুয়েন্সার। এই ঘটনা দেখে তিনি স্তম্ভিত হয়ে যান। তিনি বলেছেন, 'এই বিভৎসতা অবর্ণনীয়। ও শুধু আমাকে দেখতই না। আমাকে নগ্ন অবস্থাতেও দেখত।' আর্সেলি দ্রুত পুলিসকে এই ঘটনার কথা জানান। তবে যথাযথ প্রমাণের অভাবে ডেভিডের বিরুদ্ধে অভিযোগ খাড়া করা যায়নি।  


আর্সেলি ছেড়ে দেননি। তিনি ও তাঁর আইনজীবী অডিয়ো রেকর্ডিং ও মেসেজের প্রমাণ দিয়েছেন পুলিসকে। যেখানে ডেভিড স্বীকার করে নিয়েছেন তা কুকীর্তির কথা। আর্জেন্টাইন সংবাদপত্র লা ন্য়াসিওনে ডেভিডের অডিয়ো রেকর্ডিং নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে ডেভিডকে বলতে শোনা গিয়েছে, 'তুমি কি সত্য়িটা জানতে চাও? হ্য়াঁ, আমি ক্যামেরা সেটআপ করেছিলাম। তবে ইন্টারনেটের সমস্য়ার জন্য় কিছুই দেখতে পারিনি।' ডেভিডের বিরুদ্ধে গোপনে নজরদারি ও যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। যদি তা প্রমাণিত হয়, তাহলে প্রাক্তন টেনিস তারকা আরও বিপাকে পড়বেন। তাঁর বিরুদ্ধে চলবে মামলা।



আরও পড়ুন: WATCH: নৈনিতালে খাদে পড়ল গাড়ি, মসিহা হয়ে জীবন বাঁচালেন শামি, নেটপাড়ায় প্রশংসার ঝড়


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)