নিজস্ব প্রতিবেদন: খুব বেশি দিন আগের কথা কিন্তু নয়! অত্য়ন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। দু'ম্যাচে রান (০ ও ২) না পাওয়ায় ওয়ার্নারের আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) তাঁকে ব্রাত্যের তালিকায় ফেলে বসিয়ে দিয়েছিলেন রিজার্ভ বেঞ্চে। এমনকী ওয়ার্নার মাঠেও আসেননি বেশ কয়েক ম্যাচে। হোটেলে বসেই খেলা দেখেছেন দলের। চলতি বছর আইপিএলে ৮ ম্যাচ খেলে মাত্র ১৯৫ রান করেন ওয়ার্নার। অজি ওপেনারের বায়োডেটার সঙ্গে যা একেবারে বেমানান। কারণ আইপিএল ইতিহাস বলছে তাঁর মাথায় একবার নয়, তিনবার উঠেছে কমলা টুপি। চলতি বছরই আইপিএলের অধিনায়কত্ব খোয়ান কেন উইলিয়ামসনের কাছে। ওয়ার্নার কার্যত জানিয়েই দেন যে, তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক শেষ!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: T20 World Cup: টুর্নামেন্টের সেরা Warner, ক্ষোভে ফুঁসছেন Akhtar! কিন্তু কেন?


যে ওয়ার্নারের কাছে এই মরুদেশ হয়ে গিয়েছিল বধ্যভূমি। যাঁকে টিম ভেবে নিয়েছিল অচল সিকি, সেই ওয়ার্নারই সংযুক্ত আরব আমিরশাহিকে বানিয়ে ফেললেন নিজের পুণ্যভূমি। বুঝিয়ে দিলেন ভিতরের আগুনটা এখনও জ্বলছে। অস্ট্রেলিয়াকে প্রথমবার কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ জেতানোর অন্যতম যোদ্ধা হয়ে উঠলেন এই অজি ওপেনার। সঙ্গত কারণেই ওয়ার্নারকে টুর্নামেন্টের সেরা প্লেয়ার (Player of the Tournament) হিসাবে বেছে নেওয়া হয়েছে। ওয়ার্নার টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারি হয়েছেন। ২৮৯ রান এসেছে তাঁর ব্যাট থেকে।



স্বামীর সমর্থনে এবার সমালোচকদের এক হাত নিলেন ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার (Candice Warner)। ট্যুইটারে তিনি লিখলেন, "একেবারে ফর্মে না থাকা, খুবই বৃদ্ধ এবং অত্যন্ত ধীর হয়ে যাওয়া ডেভিড ওয়ার্নারকে জানাই শুভেচ্ছা।"ক্যান্ডিস নিজে জানেন খেলার পৃথিবীটা। তিনি প্রাক্তন আয়রনউইমেন, সার্ফ লাইফসেভার ও মডেল। এর পাশাপাশি ক্য়ান্ডিস জনপ্রিয় টিভি সেলেব্রিটিও।  শেষ ৬ বছরের বিবাহিত জীবন ক্যান্ডিস-ডেভিডের। এভাবেই একে অপরের পাশে থাকেন সর্বক্ষণ।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)