ভারতীয় দলে ধোনি-যুবির জায়গা কী, প্রশ্ন তুললেন দ্রাবিড়
কোহলি-কুম্বলের বিতর্কের অবসান হতে না হতেই এবার প্রশ্ন উঠল ভারতীয় দলে ধোনি আর যুবরাজের `ভূমিকা` নিয়ে। প্রশ্ন তুললেন ভারতীয় `দ্য ওয়াল` রাহুল দ্রাবিড়। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় ম্যানেজমেন্টকেই ঠিক করতে হবে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংকে নিয়ে তারা আদতে কী ভাবছেন, দলে তাঁদের ভূমিকা কী হবে, দুজনে কী আদৌ দলে জায়গা পাবেন, নাকি কোনও একজন দলের জন্য ফিট, এমনই প্রশ্ন তুললেন ভারতীয় `এ` দলের কোচ রাহুল দ্রাবিড়। `ইন্ডিয়ান ক্রিকেটের আগামী দিনের রুট ম্যাপ কী হবে, আগামী বছরগুলোতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ভূমিকা কী হবে, সেটা জানা খুব জরুরি`, এমনই মত কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের।
ওয়েব ডেস্ক: কোহলি-কুম্বলের বিতর্কের অবসান হতে না হতেই এবার প্রশ্ন উঠল ভারতীয় দলে ধোনি আর যুবরাজের 'ভূমিকা' নিয়ে। প্রশ্ন তুললেন ভারতীয় 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় ম্যানেজমেন্টকেই ঠিক করতে হবে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এবং যুবরাজ সিংকে নিয়ে তারা আদতে কী ভাবছেন, দলে তাঁদের ভূমিকা কী হবে, দুজনে কী আদৌ দলে জায়গা পাবেন, নাকি কোনও একজন দলের জন্য ফিট, এমনই প্রশ্ন তুললেন ভারতীয় 'এ' দলের কোচ রাহুল দ্রাবিড়। "ইন্ডিয়ান ক্রিকেটের আগামী দিনের রুট ম্যাপ কী হবে, আগামী বছরগুলোতে দলের অভিজ্ঞ খেলোয়াড়দের ভূমিকা কী হবে, সেটা জানা খুব জরুরি", এমনই মত কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড়ের।
ESPNCricinfo-কে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট দলের ক্যারিবিয়ান সফর নিয়েও মন্তব্য করেন মিঃ ডিপেন্ডেবল। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দল তাদের 'গোটা শক্তি' দিয়েই স্কোয়াড সাজিয়েছে। আমি আশা করছি প্রথম একাদশে ভারতীয় ক্রিকেট দল এক্সপেরিমেন্টের পথেই হাঁটবে, নতুনদের সুযোগ দেওয়া হবে।" লিমিটেড ওভারের ক্রিকেটে তরুণ দুই ক্রিকেটার ঋষভ পন্থ এবং কুলদীপ যাদবকে সুযোগ দেওয়ায় খুশি হয়েছেন রাহুল দ্রাবিড়। তাঁর বক্তব্য, "কুলদীপ যাদবকে আরও বেশি করে সুযোগ দেওয়া হোক।" রাহুলের যুক্তি, "আমরা ফ্ল্যাট উইকেটে ক্রিকেট খেলি। আমরা খেলার মাঝখানের সেশনে উইকেট তুলতে চাই। এখানে স্পিনাররা উইকেট নেয়। সেখানে কুলদীপের মত 'রহস্য স্পিনারে'র আসাটা দলের জন্য ভালো। কুলদীপের ট্যালেন্ট আছে, ওকে আরও ম্যাচে সুযোগ দেওয়া উচিত"।