নিজস্ব প্রতিবেদন: স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় পেসার দীপক চাহার। তিন দিনের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন তিনি। রবিবার নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন দীপক চাহার। আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ঘরোয়া ক্রিকেটেও বাজিমাত্ রাজস্থান পেসারের। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বিদর্ভের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রাজস্থানের দীপক চাহার। কিন্তু তাঁর হ্যাটট্রিক নিয়ে প্রশ্ন উঠছে। কারণ তিনটি উইকেট টেকিং ডেলিভারির মধ্যে একটি ওয়াইড বল করেন দীপক চাহার।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




রবিবার নাগপুরে মাত্র ৩.২ ওভার বল করে ৭ রান দিয়ে ৬টি উইকেট নেন দীপক৷ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং পারফরম্যান্স৷ বিশ্বরেকর্ডের পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই আবার টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক করলেন দীপক চাহার। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে বিদর্ভের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রাজস্থানের দীপক চাহার। বিদর্ভের দর্শন নালকান্দে, শ্রীকান্ত ওয়াগ, অক্ষয় ওয়াডকারের উইকেট তুলে নেন দীপক চাহর। কিন্তু দর্শন নালকান্দের উইকেট নেওয়ার পর একটি ওয়াইড বল করেন দীপক চাহর। দীপক চাহরের হ্যাটট্রিক নিয়ে তাই ধন্দ দেখা দেয়। এমনকী আইসিসিও প্রথম টুইট করে পরে সেই টুইট তুলে নেয়। এদিন ৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নেন তিনি।


আরও পড়ুন - 2022 FIFA World Cup Qualifiers: দুসানবে-তে আফগানিস্তান ম্যাচের আগে দুবাইয়ে অনুশীলন সুনীলদের