নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়া 'এ' দলের সঙ্গে জুড়ে গেলেন দীপক চাহার (Deepak Chahar) ও ঈশান কিশান (Ishan Kishan)। এই দুই ক্রিকেটার এই মুহূর্তে রয়েছেন কলকাতায়। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টি-২০ সিরিজে দলে রয়েছেন তাঁরা। আগামী ২৪ নভেম্বর দীপক ও ঈশান  মুম্বই পৌঁছে যাবেন। সেখান থেকে দক্ষিণ আফ্রিকা উড়ে যাবেন। বিসিসিআই-এর এক সিনিয়র আধিকারিক বলেন, "দীপক ও ঈশান দলে নেওয়া হয়েছে। কলকাতায় ম্যাচ শেষ করেই ইন্ডিয়া 'এ' দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। এরপরই উড়ে যাবেন দক্ষিণ আফ্রিকায়।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে যে, চেতন শর্মার জাতীয় নির্বাচক কমিটি ভুল করে দলে মাত্র একজন উইকেটকিপারকেই (রেলওয়েজের উপেন্দ্র যাদব) নিয়েছে। ঈশান যাচ্ছেন দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হয়ে। অন্যদিকে চাহার সেভাবে লাল বলে ক্রিকেট খেলেননি। তাই ভারতীয় দলের এই জোরে বোলারকে সেই অভিজ্ঞতার দিতে চাইছেন নির্বাচকরা। আগামী ২৩ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিরুদ্ধে তিনটি চারদিনের  বেসরকারি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় 'এ' দল।


আরও পড়ুন: Manchester United ছাঁটাই করল সোলসারকে! রোনাল্ডোদের সঙ্গে সম্পর্ক শেষ কোচের


গুজরাতের টপ-অর্ডার ব্য়াটার প্রিয়ঙ্ক পাঞ্চাল (Priyank Panchal) দলের অধিনায়ক। হেড কোচ হিসাবে যাচ্ছেন সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule)। দলে সুযোগ পেয়েছেন অভিমন্যু ঈশ্বরণ (Abhimanyu Easwaran) ও ইশান পোড়েল (Ishan Porel)। ১৭ নভেম্বর ব্লুমফন্টেনের উদ্দেশে রওনা হচ্ছে ভারতীয় এ দল। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি (Syed Mushtaq Ali T20) প্রতিযোগিতার নক আউট পর্বে বাংলা এই দুই ক্রিকেটার ও ঋদ্ধিমান সাহার সার্ভিস পায়নি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)