Deepak Chahar: চার মাস মাঠের বাইরে চাহার! টি-২০ বিশ্বকাপেও সম্ভবত খেলা হবে না
দীপক চাহারের (Deepak Chahar) চোট নিয়ে এল বড় আপডেট
নিজস্ব প্রতিবেদন: বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings, CSK)। চলতি মরশুমে আর আইপিএলে (IPL 2022) মাঠে নামা হবে না দলের তারকা জোরে বোলারের। 'ইয়েলো আর্মি'র ১৪ কোটির ক্রিকেটার চার মাস মাঠের বাইরে থাকতে পারেন বলেই জানা যাচ্ছে। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। আইসিসি-র শো-পিস ইভেন্টেও সম্ভবত দীপকের খেলা হবে না বলেই মনে করা হচ্ছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক। এরপর তিনি প্রায় দেড় মাস এনসিএ-তে ছিলেন। এমনকী সেরেও উঠছিলেন তিনি, বল করছিলেন নেটে। তবে শোনা যাচ্ছে যে, তাঁর পুরানো চোট এখনও সারেনি। এরমধ্যেই আবার পিঠে চোট পেয়েছেন তিনি। মনে করা হচ্ছিল যে, চাহার আইপিএলের মাঝামাঝি সময়ে চেন্নাইয়ে যোগ দিতে পারেন। কিন্তু তাঁর কামব্যাকের ভাবনা ধাক্কা খায় সজোরে।
চেন্নাইকে চাহারের অভাব যে ভোগাচ্ছে, সেকথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে চেন্নাইয়ের পাশাপাশি এবার ভারতীয় দলও বড় ধাক্কা খেল। বিগত কয়েক মাসে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিতে চাহার দলের ভরসামান অলরাউন্ডার হয়ে উঠেছিলেন। লোয়ার অর্ডারে প্রচুর রানও করছিলেন তিনি। অন্যদিকে পাণ্ডিয়া পুরোপুরি ফিট হয়ে আইপিএলে ফুল ফোটাচ্ছেন।
আরও পড়ুন: Rohit Sharma, IPL 2022: টি-টোয়েন্টিতে ১০ হাজার রান পূর্ণ করে Virat Kohli-কে ছুঁলেন 'হিটম্যান'
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)