জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরের তৃতীয় দিন থেকেই ভারত মাতল লাগাতার হোম সিরিজে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হল তিন ম্যাচের টি-২০ সিরিজ। হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) ভারত প্রথম ম্যাচেই রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল। এদিন শ্রীলঙ্কা টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল। ভারত নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ১৬০ রান তুলতে সমর্থ হয়। এদিন মুম্বইয়ের ওয়াংখেড়েতে দীপক হুডা ও অক্ষর প্যাটেল (Deepak Hooda And Axar Patel) ৩৫ বলে অপরাজিত ৬৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ভারতের টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটি ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ২০২১ সালে বিরাট কোহিল ও হার্দিক পাণ্ডিয়া (Virat Kohli and Hardik Pandya) ৭০ রানের যুগলবন্দি করেছিলেন ইংল্য়ান্ডের বিরুদ্ধে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) বিরাট-হার্দিকের ইনিংসই এখনও পর্যন্ত সর্বোচ্চ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs SL: রুদ্ধশ্বাস ম্যাচ! ব্যাটিং ব্যর্থতা, শিবম মাভি-হর্ষলের দাপটের পরেও শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের কষ্টের জয়


হুডা-অক্ষর এদিন জুটি বেঁধে এমএস ধোনি ও ইউসুফ পাঠানকে টপকে গেলেন। ২০০৯ সালে ধোনি-পাঠান জুটি ষষ্ঠ উইকেটে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩ রানের পার্টনারশিপ গড়েছিলেন। ধোনি-পাঠানরা থাকবেন তালিকায় তিনে। ঈশান কিশান (৩৭) ও হার্দিক পাণ্ডিয়া (২৯) ক্যামিও ইনিংস খেলেই থেমে যান। হুডা-অক্ষর যখন দলের হাল ধরেন, তখন ভারতের স্কোরবোর্ড ছিল ১৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৯৪। সেখান থেকে হুডা-অক্ষর জুটি এই জায়গায় রান নিয়ে যান। ২৩ বলে ৪১ রানের ইনিংস খেলে হুডা হয়েছেন ম্যাচের সেরা। খেলার পর তিনি বলেন, 'আমি অনুশীলনে নিজের জায়গায় ব্যাট করার চেষ্টা করি। আমরা আলোচনা করছিলাম যে, দুই-তিনটি শট মারতে পারলেই, আমরা মোমেন্টাম ধরে নেব। আমি যেভাবে পারি দলের জন্য় অবদান রাখতে চাই। আমি ঘরোয়া ক্রিকেটে খেলি। জানি স্পিনারদের কীভাবে টার্গেট করতে হয়।' আগামী বৃহস্পতিবার পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।


শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ দল: হার্দিক পাণ্ডিয়া (ক্যাপ্টেন), ঈশান কিশান (উইকেটককিপার), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব (সহঅধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠী,সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, হর্ষল প্যাটেল, উমরান মালিক, শিবম মাভি ও মুকেশ কুমার। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)