জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: এ ভাবেই ফিরে আসা যায়। টোকিও অলিম্পিকে (Tokyo Olympic) অল্পের জন্য ব্রোঞ্জ হাতছাড়া করেছিলেন। খুব কাছে এসে হেরে যাওয়ার জন্য ভেঙে পড়েছিলেন ২৩ বছরের এই কুস্তিগীর (Wrestling)। সেই কঠিন সময় দীপক পুনিয়ার (Deepak Punia) পাশে দাঁড়িয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আর তাই কমনওয়েলথে (Commonwealth Games 2022) প্রথমবার সোনা জিতে নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানালেন দীপক। বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia) ও সাক্ষী মালিকের (Sakshi Malik) পর তৃতীয় কুস্তিগীর হিসেবে সোনা জিতলেন তিনি। তাও আবার ৮৬ কেজির ফ্রি-স্টাইল কুস্তিতে হারালেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানের (Pakistan) মহম্মদ ইনাম বাটকে (Muhammad Inam Butt)। ম্যাচের ফল ভারতীয় তারকার অনুকূলে ৩-০। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০২১ সালে ৫ অগাস্ট। এই দিনেই অলিম্পিকের আসরে একটুর জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া করেছিলেন। এক বছর ধরে যন্ত্রণা বয়ে বেড়ানো দীপকের কাছে এই দিনটা ছিল অভিশপ্ত! কালের নিয়মে এক বছর পর ঠিক আর একটা ৫ অগাস্ট কমনওয়েলথে প্রতিবেশী দেশের কুস্তিগীরকে হারিয়ে সোনা জিতলেন তিনি। তাই তো পোডিয়ামে গিয়ে সোনার মেডেল গলায় ঝুলিয়ে নিতেই আবেগপ্রবণ হয়ে পড়লেন দীপক। 



আরও পড়ুন: Sakshi Malik, CWG 2022 : জাতীয় সঙ্গীত শুনেই কেঁদে ফেললেন 'সোনার মেয়ে' সাক্ষী


আরও পড়ুন: CWG 2022: ভুল আম্পায়ারিং! অবিচারের শিকার হয়ে হার, ফুঁসছে মহিলা হকি দল


পদক জেতার পরেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে দীপক বলেন, "আমার পাশে থাকার জন্য দেশের সব মানুষকে অনেক ধন্যবাদ। এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাতে চাই। কারণ টোকিও অলিম্পিকে মেডেল হাতছাড়া করলেও তিনি আমাকে সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, তিনি ফোন করে আমার আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন। বলেছিলেন, 'দীপক তুমি চিন্তা করো না। কারণ আমি জানি তুমি ভবিষ্যতে পদক পাবেই।' ওঁর সেই কথা আমার কাছে পেপটকের মতো ছিল।" 


দীর্ঘ প্রতীক্ষার পর কমনওয়েলথে সোনা জেতা হয়ে গিয়েছে। তবে এখানেই তিনি থামতে চাইছেন না। দীপকের লক্ষ্য এ বার প্যারিস অলিম্পিক। গত অলিম্পিকের হতাশা ঝেড়ে ফেলতে চান তিনি। তাই দীপক যোগ করলেন, "কমনওয়েলথে পদক জয় অবশ্যই আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই মোটিভেশন নিয়ে পরবর্তী অলিম্পিকে নামতে চাই। পদক জেতাই আমার একমাত্র লক্ষ্য। তবে এর আগে এশিয়ান গেমস আছে। সেখানে পদক জিতলে আত্মবিশ্বাস আরও দ্বিগুণ হবে।" 



তবে এ বার সোনা জিতলেও প্রতিপক্ষ কিন্তু সহজ ছিল না। পাকিস্তানের মহম্মদ ইনাম বাট দুবারের সোনাজয়ী। ২০১০ ও ২০১৮ সালে সোনা জিতেছিলেন। সেই ইনামকে হারিয়ে হেলায় দিলেন দীপক। গোল্ড মেডেল ম্যাচের প্রথম রাউন্ডে প্যাসিভিটির জন্য সতর্ক করা হয় পাক কুস্তিগিরকে। পরবর্তী ৩০ সেকেন্ডে ইনাম পয়েন্ট তোলা তো দূরের কথা, বরং তার মাঝেই ১ পয়েন্ট উপহার দেন দীপককে। ফলে পরবর্তী ৩০ সেকেন্ড পরে দীপক ২ পয়েন্টে এগিয়ে যান। প্রথম রাউন্ডে ভারতীয় তারকা ২-০ এগিয়ে থাকেন। ফাইনালের দ্বিতীয় রাউন্ডে দীপক ১ পয়েন্ট সংগ্রহ করেন। শেষমেশ ৩-০ ব্যবধানেই পাক কুস্তিগিরকে হারিয়ে গোল্ড মেডেল জিতে নেন তিনি। উল্লেখযোগ্য বিষয় হল, পাক তারকা এর আগে ২০১০ ও ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন।


কোন পথে এল দীপকের সোনার পদক:- 


প্রথম রাউন্ড: ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের খেলায় নিউজিল্যান্ডের ম্যাথিউ অক্সেনহ্যামকে হারিয়ে দেন। টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে বাউট জিতে নেন দীপক। প্রি-কোয়ার্টারে মাত্র ৩ মিনিটে ম্যাচ জিতে নেন দীপক। 


কোয়ার্টার ফাইনাল: কোয়ার্টার ফাইনালে দীপক ১০-০ ব্যবধানে হারিয়ে দেন সিয়েরা লিয়নের শেকু কাসেগবামাকে। 


সেমিফাইনাল: শেষ চারের লড়াইয়ে দীপক ৩-১ ব্যবধানে হারিয়ে দেন কানাডার আলেকজান্ডার মুরকে। 


ফাইনাল: ইভেন্টের ফাইনাল বাউটে দীপক হারিয়ে দেন পাকিস্তানের মহম্মদ ইনামকে। ম্যাচের ফল ভারতীয় কুস্তিগীরের অনুকূলে ৩-০।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)