CWG 2022: ভুল আম্পায়ারিং! অবিচারের শিকার হয়ে হার, ফুঁসছে মহিলা হকি দল
পেনাল্টিতে অস্ট্রেলিয়ার প্রথম শটই বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। তবে স্টপওয়াচ শুরু হয়নি, এমন কারণ দেখিয়ে পুনরায় শট নিতে বলা হয় অস্ট্রেলিয়াকে। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া গোল করে যায়। এরপর থেকেই মনোবল ভেঙে যায় ভারতের। শেষমেশ শুট-আউটে ০-৩ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে। ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ফের বিতর্কে চলতি কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। এ বার ভুল আম্পায়ারিংয়ের জন্য ভারতের মহিলা (Team India) দলকে হেরে মাঠ ছাড়তে হল। অবিচারের শিকার হয়ে স্বভাবতই ক্ষোভে ফুঁসছে সবিতা পুনিয়দের (Savita Punia) দল। শুরু থেকেই অস্ট্রেলিয়ার (Australia) মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করছিল ভারত। কিন্তু খারাপ আম্পায়ারিংয়ের জন্য সব লড়াই জলে গেল। ফলে মেয়েদের হকির সেমিফাইনালে হেরে গেল ভারত।
কোন ভুলের জন্য হারল ভারত?
অস্ট্রেলিয়া প্রথম কোয়ার্টারে গোল করে ১-০ লিড নেয়। ১০ মিনিটের মাথায় গোল করেন রেবেকা গ্রেইনার। দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে কোনও গোল হয়নি। চতুর্থ তথা শেষ কোয়ার্টারে গোল করে সমতা ফেরায় টিম ইন্ডিয়া। বন্দনা কাটারিয়া ৪৯ মিনিটে সমতা ফেরান। নির্ধারিত ৬০ মিনিটের শেষে ম্যাচ ১-১ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। ফলে লড়াই গড়ায় শুট-আউটে।
— DD Sports (@Mahesh13657481) August 5, 2022
আরও পড়ুন: Bajrang Punia, CWG 2022 : গোল্ডকোস্টের পর ফের একবার সোনা জিতলেন 'বজরঙ্গি ভাইজান'
আরও পড়ুন: Sakshi Malik, CWG 2022: কামব্যাক করে ইতিহাস গড়লেন 'সোনার মেয়ে' সাক্ষী
পেনাল্টিতে অস্ট্রেলিয়ার প্রথম শটই বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার সবিতা পুনিয়া। তবে স্টপওয়াচ শুরু হয়নি, এমন কারণ দেখিয়ে পুনরায় শট নিতে বলা হয় অস্ট্রেলিয়াকে। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া গোল করে যায়। এরপর থেকেই মনোবল ভেঙে যায় ভারতের। শেষমেশ শুট-আউটে ০-৩ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় ভারতকে। ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া।
Our statement regarding penalty shootout issue :
In the semi-final match of @birminghamcg22 Commonwealth Games between Australia and India (Women), the penalty shootout started mistakenly too early (the clock was not yet ready to operate), for which we apologise. (1/2)
— International Hockey Federation (@FIH_Hockey) August 6, 2022
কমনওয়েলথ গেমসের সেমিফাইনালের মতো মঞ্চে অফিসিয়ালদের এমন ভুল যে মোটেও মেনে নেওয়া যায় না, সেটা বোঝার জন্য হকির বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন হয় না। যদিও ভারতীয় দলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে আন্তর্জাতিক হকি সংস্থা। তবুও ভারতীয় দলের ক্ষোভ কিন্তু কমছে না। প্রশ্ন উঠছে যে, ঘড়ি যখন শুরুই হয়নি, তখন ফিল্ড আম্পায়ার বাঁশি বাজিয়ে শুট-আউট শুরু করলেন কেন? কেনই বা সেই শট মাঝ পথেই থামিয়ে দেওয়া হল না? কেন শট সবিতা শট বাঁচিয়ে দেওয়ার বেশ কিছুক্ষণ পরে রি-টেকের কথা বলা হল অস্ট্রেলিয়াকে?
শুধু তাই নয়। অস্ট্রেলিয়ার তরফে তখন অভিযোগও করা হয়নি। আম্পায়াররা নিজেরাই অস্ট্রেলিয়াকে পুনরায় শট নিতে বলেন, যা অবাক করে অস্ট্রেলিয়া দলকেও। শটের আগাগোড়া আম্পায়ারদের চোখ ছিল খেলায়। তাই এটা পরিষ্কার ম্যাচ অফিসিয়ালদের ভুল, যার মাশুল দিতে হয় ভারতকে। সেমিফাইনালে হারলেও ভারত ব্রোঞ্জ মেডেল ম্যাচে মাঠে নামার সুযোগ পাবে।