ওয়েব ডেস্ক: মোহনবাগান ক্লাবের কাছে ক্ষমা চাইলেন দীপেন কর্মকার। মোহনবাগান কর্মকর্তাদের বিরুদ্ধে ফেসবুকে করুচিকর মন্তব্য করায় ও বড় ম্যাচ ঘিরে উস্তানিমুলক মন্তব্যের কারণে শনিবার রাতেই দীপেনকে গ্রেফতার করে নৈহাটি থাকার পুলিশ। ঘন্টা দুয়েক পরই তাকে ছেড়ে দেওয়া হয়। গোটা এপিসোডের পর রবিবার চব্বিশ ঘন্টার সামনে  মুখ খুললেন দীপেন। মোহনবাগান কর্মকর্তাদের কাছে ক্ষমা চাইলেন দীপেন ও তার মা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন দেশের সবথেকে রোম্যান্টিক ঋষিমুনি, অপ্সরা ধ্যান কী ভাঙাবে, উর্বশীরাই তাঁর প্রেমে পাগল!


আদ্যান্ত ফুটবলপ্রেমী দীপেন সামান্য একটি চাকরি করেন। রোজগারও বেশি নয়। দুশো টাকার টিকিট কেটে তার পক্ষে বড় ম্যাচ মাঠে গিয়ে দেখাও সম্ভব নয়। বড় ম্যাচের আগে তাই মন খারাপ সচরাচর ডার্বি মিস না করা দীপেনের।


আরও পড়ুন  বিশ্বের সবথেকে বড় ১০ ব্রিজ