নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ার তিন জন ক্রিকেটার আইপিএলের (IPL 2021) মাঝ পথেই দেশে ফিরে গিয়েছেন। কারোর মনে ভয় ধরিয়েছে করোনা ভীতি, কেউ বা বলছেন ভারতের বায়ো বাবলে সুরক্ষিত বোধ করছেন না! কেউ বা চাইছেন অস্ট্রেলিয়ার সরকার ব্যক্তিগত উদ্যেগে চার্টার বিমানে করে ভারতে খেলতে আসা অস্ট্রেলীয় ক্রিকেটারদের দেশে উড়িয়ে নিয়ে যাক। কারোর ভাবনায় দুই দেশের মধ্যে বিমান চলাচলের নিষেধাজ্ঞা! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এসবের মাঝেও ক্যাঙারুর দেশের একজন এমনও আছেন, যিনি নিজের দেশে ফেরা নিয়ে আদৌ ভাবিত নন। তাঁর চিন্তায় করোনাক্রান্ত ভারতের মানুষের কষ্ট। এ জন্যই তিনি ব্যতিক্রমী। কথা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হেড কোচ রিকি পন্টিংকে (Ricky Ponting) নিয়ে। বিশ্বকাপ জয়ী কিংবদন্তি ক্রিকেটার বলছেন, "দিল্লি দলে এই মুহূর্তে একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার ভীষণ ভাবে ওয়াকিবহাল আমাদের চারপাশে ঠিক কী হচ্ছে। ভারতে প্রতিটি করোনা আক্রান্ত মানুষের জন্য আমাদের মন কাঁদছে। আমাদের মনেও এর প্রভাব পড়েছে। আর রবিচন্দ্রন অশ্বিন যখন ওর পরিবারের পাশে থাকার জন্য দল ছেড়ে বেরিয়ে গেল, তখন থেকেই এটা নিয়ে আমরা বাকি দলগুলোর থেকেও অনেক বেশি কথা বলেছি।"


আরও পড়ুন: IPL 2021: পরিবারের কেউ মৃত্যুশয্যায় থাকলে মাথায় ক্রিকেট আসে না: Adam Zampa


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন যে, করোনা সংক্রমণ রুখতে ১৫ মে পর্যন্ত ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে তাঁর দেশ। এসব নিয়ে কোনও মাথা ব্যথা নেই পন্টিংয়ের। তিনি বলছেন, "আইপিএলে খেলতে আসা অস্ট্রেলিয়া বা বিদেশের খুব অল্প সংখ্যক লোকই ভারতে আছে। কিন্তু আইপিএলের বাইরে যা হচ্ছে আমরা সেটা নিয়ে ভাবছি। বুঝতে পারছি আইপিএল খেলছি বলে আমরা ধন্য। বহু মানুষ হয়তো খেলা দেখে আনন্দ পাচ্ছেন।"