টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক ব্রেথওয়েটের দল এবার কেমন?
শনিবার থেকে শুরু আইপিএল। দেখতে দেখতে আইপিএল পা দিল নবম অধ্যায়ে। এবারও নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে বসবেন। সেক্ষেত্র দিল্লি ডেয়ার ডেভিলস নিয়েও নিশ্চয়ই এবার আপনার আগ্রহ থাকবে। হলই বা দলটা কোনও আইপিএলেই বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু এবার দলে রয়েছেন টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক ব্রেথওয়েট। খেলা দেখতে বসার আগে একবার এক ঝলকে দেখেই নিন, কেমন দল এবীর দিল্লি ডেয়ার ডেভিলস।
ওয়েব ডেস্ক: শনিবার থেকে শুরু আইপিএল। দেখতে দেখতে আইপিএল পা দিল নবম অধ্যায়ে। এবারও নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে খেলা দেখতে বসবেন। সেক্ষেত্র দিল্লি ডেয়ার ডেভিলস নিয়েও নিশ্চয়ই এবার আপনার আগ্রহ থাকবে। হলই বা দলটা কোনও আইপিএলেই বিশেষ কিছু করতে পারেনি, কিন্তু এবার দলে রয়েছেন টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক ব্রেথওয়েট। খেলা দেখতে বসার আগে একবার এক ঝলকে দেখেই নিন, কেমন দল এবীর দিল্লি ডেয়ার ডেভিলস।
দিল্লি ডেয়ার ডেভিলস দল -
১) মায়াঙ্ক আগরওয়াল
২) জে পি ডুমিনি
৩) শ্রেয়শ আইয়ার
৪) করুন নায়ার
৫) জয়ন্ত যাদব
৬) ক্রিস মরিস
৭) পবন নেগি
৮) অখিল হেরেওয়ারকর
৯) মাহিফল লোমরোর
১০) কুইন্টন ডি কক
১১) সঞ্জু স্যামসন
১২) রিশভ পান্ত
১৩) স্যাম বিলিংস
১৪) অমিত মিশ্র
১৫) মহম্মদ সামি
১৬) নাথান কাল্টার নাইল
১৭) গুরিন্দর সান্ধু
১৮) জাহির খান
১৯) শাহবাজ নাদিম
২০) ইমরান তাহির
২১) কার্লোস ব্রেথওয়েট
২২) জোয়েল প্যারিস
২৩) পবন সুয়াল
২৪) চামা মিলিন্দ
২৫) খালিল আহমেদ