ওয়েব ডেস্ক: আগামিকাল, বৃহস্পতিবার দিল্লিতে ভারতীয় দলে কোনও পরিবর্তন হচ্ছে না। এমনটাই খবর। ধরমশালায় হার্দিক পান্ডিয়া ও কেদার যাদবের পারফরম্যান্সে খুশি ভারতীয় দলের কোচ অনিল কুম্বলে। দিল্লিতেও দুজনকে অলরাউন্ডার হিসেবেই কাজে লাগাতে চাইছে দল। কেদার যাদব পার্টটাইম অফস্পিনার হিসেবে সাফল্য পাওয়ায় জয়ন্ত যাদবের খেলার সম্ভাবনা কম।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


পড়ুন- খেলার সব খবর


ফিরোজ শা কোটলায় ভারতের দুই ফরম্যাটের অধিনায়কের দুই চিত্র। ঘরের মাঠে যখন বড় রান করতে মরিয়া বিরাট কোহলি ঠিক তখনই  সেরা ম্যাচ ফিনিশার হিসেবে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে ধোনি। এমনিতেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ভারত তিন-শূণ্য ব্যবধানে জয় পাওয়ায় একটু চাপে মাহি। মহেন্দ্র সিং ধোনি তাই আইসিসির ক্রমতালিকায় উপরে উঠে আসার জন্য চাইছেন ৫-০ ব্যবধানে একদিনের সিরিজ জিততে। সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে খেলতে নামছে ভারতীয় দল ।
                                 


(দেখুন স্পোর্টস ২৪ রাত সাড়ে দশটায়)