নিজস্ব প্রতিবেদন: তরুণ কুস্তিগীর সাগর ধনখড় (Sagar Dhankhar) হত্যা মামলায় দিল্লি পুলিস ১৭০ পাতার চার্জশিট জমা দিল সোমবার। সেখানে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে অলিম্পিক্সে জোড়া পদক জয়ী দেশের তারকা কুস্তিগীর সুশীল কুমারকে! রিপোর্ট সংবাদ সংস্থা এএনআই-এর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সুশীলের বিরুদ্ধে গত ৪ মে ছত্রশাল স্টেডিয়ামে সাগরকে হত্যা করার অভিযোগ ওঠে। অপহরণ এবং ষড়যন্ত্রের অভিযোগও এনেছে দিল্লি পুলিস। বলা হয়েছে যে, সুশীল ধনকড়কে তাঁর দিল্লির মডেল টাউন অ্যাপার্টমেন্ট থেকে অপহরণ করে নিয়ে যায় ছত্রশাল স্টেডিয়ামে। পুলিস বলছে যে, একটি ভিডিয়ো প্রমাণ রয়েছে তাদের কাছে, যেখানে দেখা যাচ্ছে সুশীল তরুণ কুস্তিগীরকে মারছেন।


আরও পড়ুন:মেয়েরা চাইলে জীবনে সব অর্জন করতে পারে: PV Sindhu


সাগরের মৃত্যুর পর পঞ্জাবের জলন্ধর থেকে সুশীল ও তাঁর সহযোগী অজয় কুমারকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিস। একাধিক রাজ্যে গা ঢাকা দিয়েও শেষ পর্যন্ত পুলিসের হাত থেকে বাঁচতে পারেননি সুশীল কুমার। এখন দেখার সুশীলের ভাগ্যে কী অপেক্ষা করে আছে!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)