ওয়েব ডেস্ক: এই মুহূর্তে বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটসম্যানদের একটা তালিকা করলে, তাতে নাম আসবেই কিউয়ি ওপেনার মার্টিন গাপ্তিলের। যেকোনও প্রাক্তন ক্রিকেটার কিংবা ক্রিকেট বিশেষজ্ঞ গাপ্তিলকে দেন দরাজ সার্টিফিকেট। কিন্তু সেই মার্টিন গাপ্তিলকেই দক্ষিণ আফ্রকিরার বিরুদ্ধে টেস্ট দলে রাখা হল না। কেন? কারণ, নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন বলেছেন, 'গাপ্তিলের সাম্প্রতিক রেকর্ড দেখলেই বুঝবেন, কেন ওকে টেস্ট দলে রাখা হয়নি। আসলে গাপ্তিল সীমীত ওভারের ক্রিকেটে অটোমেটিক চয়েস। কিন্তু পাঁচ দিনের ক্রিকেটে ওর পারফরম্যান্স খুবই খারাপ। ওকে আগে ঘরোয়া ক্রিকেটে বড় রান করতে হবে। তাহলেই টেস্ট দলে আসতে পারবে। গাপ্তিল একাই এরকম নয়। বিশ্বক্রিকেটে এমন অনেকেই আছে, যারা কোনও একটি ফর্ম্যাটে দারুণ খেলে। কিন্তু অন্য ফর্ম্যাটে তেমন ভালো নয়।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন সৌরভ গাঙ্গুলিকে বিতর্কে জড়ালেন পারভেজ রসুলের বাবা গুলাম রসুল


সম্প্রতি ভারতে এসে ৬টি ইনিংসে খেলতে নেমে মাত্র একবারই হাফ সেঞ্চুরি করেছিলেন গাপ্তিল। এখনও পর্যন্ত ৪৭টি টেস্ট খেলে তাঁর গড় মাত্র ২৯.৩৮। সত্যিই পাপ্তিলের টেস্টে এবং সীমীত ওভারের ক্রিকেটের পারফরম্যান্সের বিচারে আকাশ পাতাল তফাত।


আরও পড়ুন  কোহলিকে বিরাট প্রশংসা করলেন সৌরভ