ওয়েব ডেস্ক: টসে জিতে প্রথম ব্যাট। নতুন বলের সুইং আর বাউন্সে বিপর্যস্ত হন ওপেনার মুরলি বিজয়। এরপর ধাওয়ান ও পূজারা, এই জুটিই এগিয়ে নিয়ে যায় ভারতীয় ব্যাটিংকে। লাঞ্চের পরে বাজে শট খেলে আউট হন চিতেশ্বর পূজারা। তবে পূজারা যতক্ষণ ছিলেন ততক্ষণে নতুন বলের ধার অনেকটাই কমে এসেছিল। ভারত প্রথম দিনে বড় স্কোর করার পিছনে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন ভারতের ওপেনার ব্যাটসম্যান শিখর। অ্যান্টিগুয়া টেস্টে ভারতীয় দলের বড় রানের ভিত গড়ার জন্য চেতেশ্বর পূজারা ও তাঁর জুটিকেই কৃতিত্ব দিলেন শিখর ধাওয়ান। ভারতের এই ওপেনারের সাফ কথা তাঁরা অনেকটা সময় নতুন বলে খেলে দেওয়াতেই সুবিধা পেয়েছে মিডল অর্ডার। প্রথম দিনের পর ভারতের স্কোর ৩০২/৪। এই রানে ধাওয়ানের ৮৪ ও বিরাটের সেঞ্চুরি বিশেষ ভাবে উল্লখ্যনীয়। 
                    
দীর্ঘদিন বড় রান পাচ্ছিলেন না শিখর ধাওয়ান। সেই খরা কাটিয়ে অ্যান্টিগুয়াতে রান পেলেন বটে কিন্তু অল্পের জন্য শতরান হাতছাড়া হওয়ার আপসোস কিছুতেই যাচ্ছে না তার।