ওয়েব ডেস্ক: রবিবার ইডেনে আঙুলে গুরুতর চোট পেলেন শিখর ধাওয়ান। দ্বিতীয় টেস্টে কিউই পেসার ট্রেন্ট বোল্টের বাউন্সার বাঁ হাতের বুড়ো আঙুলে এসে লাগে ধাওয়ানের। তারপরই ব্যথা অনুভব করেন ধাওয়ান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফিরলে স্থানীয় হাসপাতালে ধাওয়ানকে এক্স-রে-এর জন্য নেওয়া যাওয়া হয়। শোনা যাচ্ছে এক্স রে রিপোর্ট না এলেও তিন সপ্তাহ গব্বরকে মাঠের বাইরে থাকতে হতে পারে। এদিন বোল্টের বলে ১৭ রানে এলবি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ধাওয়ান। প্রথম ইনিংসে গব্বর করেছিলেন ১। পারফরম্যান্সের বিচারেই হয়তো বাদ পড়তেন, কিন্তু চোটে সেই হয়তো শব্দটা বাদ পড়ল।


পড়ুন-ইডেন টেস্টে তৃতীয় দিনের শেষে ম্যাচ রিপোর্ট


তার মানে দাঁড়াল ইন্দোর টেস্টে গৌতম গম্ভীর প্রত্যাবর্তন করতে পারেন। ২০১৪ সালে ওভালে শেষবার দেশের হয়ে টেস্ট খেলেছিলেন গম্ভীর। সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে গম্ভীর করেছিলেন মাত্র ৩ রান। তারপর সেই যে বাদ পড়েন, আর প্রত্যাবর্তন ঘটাতে পারেনি। ইন্দোর টেস্ট শুরু ৮ অক্টোবর থেকে। লোকেশ রাহুলের চোট সেরে না গেলে গম্ভীর দলে ঢাকা নিশ্চিত হতে পারে।