নিজস্ব প্রতিবেদন: মহেন্দ্র সিং ধোনি কি দুহাজার উনিশ বিশ্বকাপে খেলবেন? তা নিয়ে জল্পনা তুঙ্গে। স্বয়ং ধোনি খেলতে চান। ভারত অধিনায়ক বিরাট কোহলিও ধোনিকে চাইছেন। তবে গুন্ডাপ্পা বিশ্বনাথ মনে করছেন এই কঠিন সিদ্ধান্তটা নিতে হবে নির্বাচকদেরই। তবে ধোনির বর্তমান ফর্মে সন্তুষ্ট ভিশি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিশ্বজয়ের মাঠেই বিশ্বরেকর্ড মাহির
                    
কোহলিকে সৌরভ গাঙ্গুলির উন্নততর সংস্করণ বলেছেন বীরেন্দ্র সেওয়াগ। তবে বিশ্বনাথ বিরাটের সঙ্গে কারও তুলনা টানতে রাজি নন। এমনকী ভারতের সেরা অধিনায়কের তকমা বিরাটের গায়েই উঠবে কি না তাও বলতে নারাজ। তবে পারফরম্যান্সের বিচারে এই মূহুর্তে বিরাটই সেরা বলে মনে করছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ।


আরও পড়ুন-  'সচিনের রেকর্ড ভেঙে দেবে বিরাট'


খেলার খবর জানতে দেখুন স্পোর্টস ২৪, রাত ৮ টা ৪০ মিনিটে। শুধুমাত্র ২৪ ঘণ্টায়