নিজস্ব প্রতিনিধি : মহেন্দ্র সিং ধোনির মুকুটে আরও একটি নতুন পালক জুড়ল। টি-২০ ক্রিকেটে ছ'হাজার রান পূর্ণ করলেন তিনি। আর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর টি-২০ ক্রিকেটে ছ'হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - ইস্টবেঙ্গলের কোচ হলেন বাস্তব


ক্রিকেটের ছোট ফরম্যাটে ছ'হাজারের গণ্ডি পেরোতে ধোনির আর মাত্র ১০ রান বাকি ছিল। দিল্লির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গে ধোনি এই নতুন রেকর্ডের মালিক হলেন। ২৯০টা টি-২০ ম্যাচ খেলে ধোনির রান এখন ৬০০৭। আইপিএলে প্লে-অফের টিকিট ইতিমধ্যে জোগাড় করে ফেলেছে চেন্নাই। তবে ধোনির এই রেকর্ড প্রাপ্তির দিনে চেন্নাইকে কিন্তু দিল্লির কাছে হারতে হল।


আরও পড়ুন - টসহীন টেস্ট ক্রিকেট প্রসঙ্গে কী বলছেন প্রাক্তনরা!


টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের। ২১টা সেঞ্চুরি ও ৫০টা হাফ সেঞ্চুরির দৌলতে ক্যারিবিয়ান দৈত্যের রান ১১,৪৩৬। নিউজিল্যান্ডের ব্রেন্ডন মাকালাম তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৩৩৫টা ম্যাচ খেলে তাঁর রান ৯১১৯।