নিজস্ব প্রতিবেদন: ব্যাটিং, কিপিং, ক্যাপ্টেন্সি, ফিনিশিং, পেস বোলিং, স্পিন বোলিং, মাহি সব পারে- ধোনি ভক্তর এমন দাবি কিন্তু একদমই মিথ্যে নয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম পাঁচটি ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনিকে স্বমহিমায় দেখা গিয়েছে। কিন্তু স্পিন বোলিং করতে কখনও দেখেছেন মাহিকে? কুলদীপ যাদব, যুঝবেন্দ্র চাহল, অক্ষর প্যাটেলের সঙ্গে নেট প্র্যাকটিসে হাত ঘোরাতে দেখা গেল ধোনিকে। তবে পেস বোলারের ভূমিকায় নয়। একেবারে সিরিয়াস মুডে একের পর এক বল করে যাচ্ছেন তিনি। টুইটারে এই ভিডিও পোস্ট করে বিসিসিআই। সেই পোস্টে লেখা থাকে, "দেখুন, স্পিন আক্রমণে কে যোগ দিয়েছেন।" ভিডিও পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন- একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড



ধোনিকে এর আগেও দেখা গিয়েছে বোলারের ভূমিকায়। ২০১১-তে ইংল্যান্ড সফরে লর্ডসে মিডিয়াম পেস বল করে কেভিন পিটারসনকে  রীতিমতো হিমশিম খাইয়েছিলেন ধোনি।


আজ, রবিবার ইন্দৌরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামছে কোহলি ব্রিগেড। সিরিজ মুঠোয় করতে মরিয়া ভারত, কিন্তু প্রশ্ন একটাই আজ মাহিকে কি দেখা যাবে স্পিনারের ভূমিকা?


আরও পড়ুন- জানেন, কূলদীপকে কোথায় বল করতে বলেছিলেন ধোনি?