ওয়েব ডেস্ক:সংকীর্ণ মানসিকতার পরিচয় দিলেন রবি শাস্ত্রী। তার দেখা সেরা ভারতীয় অধিনায়কের তালিকায় নেই সৌরভ গাঙ্গুলির নাম। যদিও মুথাইয়া মুরলিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটার মনে করেন সৌরভ গাঙ্গুলিই তাঁর দেখা সেরা অধিনায়ক। আরও পড়ুন- 'অধিনায়কত্ব থেকে অবসর', ধোনির সিদ্ধান্ত নিয়ে মুখ খুললনে যুবরাজ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ভারতীয় দলের কোচ হিসেবে পুনরায় বহাল হতে না পারার জন্য সৌরভ গাঙ্গুলি দায়ী । রবি শাস্ত্রী আজও তা মনে করেন। আর সেই ভাবনা থেকেই সংকীর্ণ মানসিকতার পরিচয় দিলেন প্রাক্তন ভারতীয় কোচ। তাঁর দেখা সেরা ভারতীয় অধিনায়কের তালিকায় নেই সৌরভ গাঙ্গুলির নাম। গত সপ্তাহে ধোনি অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার পর একটি ওয়েবসাইটে সাক্ষাতকারে ধোনিকে দেশের সেরা অধিনায়কের তকমা দিয়ে তাকে কুর্ণিশ জানান রবি শাস্ত্রী। পাশাপাশি তাঁর দাবি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মাহি। এরপর যাদের খেলা দেখেছেন এবং যাদের সঙ্গে খেলেছেন সবমিলিয়ে শাস্ত্রীর দেখা ভারতের সেরা অধিনায়কের যে তালিকা তিনি তৈরি করেছেন তাতে কপিলদেব, অজিত ওয়াদেকর, পতৌদির নাম থকলেও, নাম নেই ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির। যদিও মুথাইয়া মুরলিধরনের মতো কিংবদন্তি ক্রিকেটার মনে করেন সৌরভ গাঙ্গুলিই তাঁর দেখা সেরা অধিনায়ক।


 


৪৯ টেস্টে নেতৃত্বে দিয়ে ২১টি টেস্টে জিতেছেন। আর ১৪৭ একদিনের ম্যাচে নেতৃত্বে দিয়ে জিতেছেন ৭৬টি ম্যাচে। এই পরিসংখ্যানের পরও শাস্ত্রীর এই মানসিকতায় সমালোচনার ঝড় উঠেছে। প্রত্যকেই মনে করেন ব্যক্তিগত আক্রোশ থেকেই সৌরভের উপর রাগ মেটাতেই রবি শাস্ত্রী তার তৈরি ভারতের সেরা অধিনায়কের তালিকায় সৌরভের নাম রাখেননি।