রায়না-ধোনির ‘সেঞ্চুরি’, ৭৬ রানে ম্যাচ জিতল ভারত
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪টি উইকেট পেয়েছেন কুলদীপ। ৩টি শিকার রয়েছে চাহলের।
নিজস্ব প্রতিবেদন: সহজ প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিল ভারত। ইউকে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডকে ৭৬ রানে হারাল বিরাট ব্রিগেড। রায়না-ধোনির ‘সেঞ্চুরির দিনে’ রান পেলেন রোহিত শর্মা (৯৭), শিখর ধাওয়ান (৭৪)। অধিনায়ক বিরাট (০) এদিন হতাশ করলেও বলে নজর কেড়েছেন ‘কুলচা’ জুটি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৪টি উইকেট পেয়েছেন কুলদীপ। ৩টি শিকার রয়েছে চাহলের।
আরও পড়ুন- জিতল ব্রাজিল, চিন্তা বাড়ল ফিফার
উল্লেখ্য, এদিন দ্য ভিলেজ-এ জীবনের ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেলন ভারতের দুই টি-টোয়েন্টি স্পেশালিস্ট, বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তারকা ক্রিকেটার সুরেশ রায়না। ২০০৬ সালের পয়লা ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলেছিলেন তাঁরা। এক যুগ কাটিয়ে ১০০তম ম্যাচেও জুটি বাঁধলেন ধোনি-রায়না।
আরও পড়ুন- তাবিজ পরে নেমেছিলেন মেসি