নিজস্ব প্রতিবেদন: সার্কিট বদলাচ্ছেন মাহি? না, আপাতত এমন কোনও সম্ভাবনা নেই। তবে বিশ্রামের ফাঁকে লন টেনিসে হাত পাকাবেন মাহি। ভারত যখন অস্ট্রেলিয়ায় মহারণের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রেখে লন টেনিসে অভিষেক করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। জি নিউজ প্রকাশিত খবর অনুযায়ী বুধবার শুরু হতে চলা ঘরোয়া টোনিস প্রতিযোগিতায় অংশগ্রহন করতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। জানা গিয়েছে, ঝাড়খণ্ড ক্রিকেট ক্লাব আয়োজিত এই টেনিস প্রতিযোগিতায় ডাবলস বিভাগে খেলবেন প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনির হোমটাউন রাঁচিতেই হবে এই টেনিস প্রতিযোগিতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিসিসিআই-কে মিতালির পত্রবোমা, “কোচের কাছেই হেনস্থা”! উঠল পক্ষপাতেরও অভিযোগ


প্রসঙ্গত, চলতি অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয়নি মহেন্দ্র সিং ধোনিকে। নির্বাচক মণ্ডলীরা তাঁর বদলে অস্ট্রেলিয়ায় সুযোগ দিয়েছে নবাগত উইকেট কিপার ঋষভ পন্থকে। দলে রয়েছেন দীনেশ কার্তিকের মতো অভিজ্ঞ উইকেট কিপারও। এমন অবস্থায় আপাতত নিজের হোমটাউনেই অবসর সময় কাটাচ্ছেন ধোনি। সেই ফাঁকেই ঘরোয়া লন টেনিস প্রতিযোগিতায় অংশগ্রহন করবেন তিনি। 


আরও পড়ুন- “ওয়াঘা সীমান্তে ধোনিকে খুঁজে পেয়েছি”, মুশারাফকে বলেছিলেন সৌরভ