নিজস্ব প্রতিবেদন: দোষী কি তাহলে খোদ বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান? প্রেমেদাসা স্টেডিয়ামে বাংলাদেশের সাজঘরের কাচ ভাঙার ঘটনায় বেঙ্গল টাইগারদের বিরুদ্ধে আগেই আঙুল তুলেছিল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। এবার সরাসরি ওই ঘটনার নেপথ্য নায়কের দিকে 'বন্দুক তাক' করল তাঁরা। সূত্রের খবর, বাংলাদেশি ব্যাটসম্যান মহমদুল্লাহ যখন অকল্পনীয় ফিনিশে দলকে ফাইনালে তুললেন, তখনই আনন্দে আত্মহারা হয়েই না কি সাজঘরের কাচ ভেঙে গুড়িয়ে দিয়েছেন সাকিব। বাংলাদেশের সাজঘরের দায়িত্বে থাকা ক্যাটারারদের বয়ান থেকেই এই বিস্ফোরক তথ্য পেয়েছে শ্রীলঙ্কার বোর্ড। তবে সাকিব ইচ্ছা করে এই কাজ করেছেন না কি এটা নিছকই একটা দূর্ঘটনা, সেবিষয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বাংলাদেশের ড্রেসিংরুমের সামনে ভাঙা কাচ!


উল্লেখ্য, শুক্রবার সাজঘরের কাচ ভাঙার ঘটনার আগেই খেলা চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অমান্য করে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশ অধিনায়ক। একটা সময় আম্পায়রদের সিদ্ধান্তের প্রতিবাদ করে দল তুলে নেওয়ারও হুমকি দেন সাকিব। এই ঘটনায় বাংলাদেশ অধিনায়ক সহ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রোষানলে পড়েন আরও এক বাংলাদেশি ক্রিকেটার। শাস্তি হিসাবে সাকিব এবং নুরুলের ২৫ শতাংশ ম্যাচ ফি'ও কেটে নেয় আইসিসি। 


আরও পড়ুন- বাংলাদেশ 'থার্ড ক্লাস'! টুইট ডিলিট করলেন সনথ জয়সূর্য


প্রসঙ্গত, প্রেমেদাসার ঘটনায় অনুতপ্ত সাকিব আল হাসান। সাংবাদিক বৈঠকে বাংলাদেশের অধিনায়ক জানান, "এমন অনেক কিছুই ঘটে, যা না ঘটাই বাঞ্ছনীয়। আমার মাথা ঠাণ্ডা রাখা উচিত ছিল। আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি, কীভাবে এই আনন্দ প্রকাশ করব। আগামীতে আমি সতর্ক থাকব।"


আরও পড়ুন- হরভজনের টুইট: নাগিনের পাল্টা বিচ্ছু নাচ