নিজস্ব প্রতিবেদন: অসুস্থ ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা।  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনি। বুয়েনস আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৩০ অক্টোবর ৬০ তম জন্মদিন পালন করেছেন মারাদোনা। তবে বেশ কয়েকদিন ধরেই আইসোলেশনে ছিলেন ফুটবল কিংবদন্তি। কারণ সম্প্রতি এক কর্মীর করোনা হয়েছিল , তাঁর সংস্পর্শে এসেছিলেন দিয়েগো, তাই তিনি আইসোলেশনে চলে যান। সোমবার মারাদোনাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিশ্বজুড়ে করোনাভাইরাস আতঙ্কের মাঝে মারাদোনাকে নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ডাক্তাররা সাফ জানিয়ে দিয়েছেন, করোনা নয়।


মানসিক অবসাদের কারণে দিয়েগোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ডিহাইড্রেশন ও  রক্তাল্পতার সমস্যাও দেখা দিয়েছে তাঁর। সেই কারণেই ধারাবাহিক চিকিৎসার প্রয়োজনে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।


 


আরও পড়ুন - একের পর এক আইপিএলে ভালো পারফর্ম করা অসম্ভব ধোনির পক্ষে, সতর্ক করলেন কপিল দেব