মেসি নিয়ে এবার একেবারে উল্টো সুর মারাদোনার!
`মেসিকে ঈশ্বর তৈরি করা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, মেসি নিছকই আর্জেন্টিনার এক ফুটবলার।`
নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগে আর্জেন্তিনিয় কিংবদন্তি দিয়েগো মারাদোনার বাক্যবাণে বিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। মেক্সিকোর একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে অধিনায়ক মেসিকে নিয়ে তীব্র বিদ্রুপ করে মারাদোনা বলেন, যে ফুটবলার ম্যাচের আগে কুড়ি বার বাথরুমে ছোটে, সে আর কীসের অধিনায়ক? পাশাপাশি তিনি আরও বলেন, "মেসিকে ঈশ্বর তৈরি করা বন্ধ করতে হবে। মনে রাখতে হবে, মেসি নিছকই আর্জেন্টিনার এক ফুটবলার।" এরপরেই মারাদোনার তীব্র সমালোচনা করেন মেসির পরিবার। এবার সেই মারাদোনাই মেসিকে নিয়ে উল্টো সুরে কথা বলছেন। ছিয়াশির বিশ্বজয়ী বলছেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
আরও পড়ুন - গড়াপেটা তদন্তে রণতুঙ্গার অনুরোধে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মোদী
সংবাদমাধ্যমের দিকে আঙুল তুলে মারাদোনা বলেন, ইচ্ছে করেই মেসির সঙ্গে তাঁর ঝামেলা বাধানোর চেষ্টা চালাচ্ছে। দূরত্ব তৈরি করার চেষ্টা চলছে। মেক্সিকোতেই মারাদোনা জানিয়েছেন, "লিও কে আমি চিনি। আমি জানি, ও বিশ্বের সেরা ফুটবলার।" ম্যাচের আগে ওই কুড়ি বার বাথরুমে যাওয়া প্রসঙ্গে মারাদোনা বলেন, "আমি যদি বলেও থাকি যে, ম্যাচের আগে কেউ কুড়ি বার বাথরুমে যায়, তা হলেও আমি কিন্তু কারও নাম করিনি। আমি কোথাও বলিনি যে, ফুটবলারটির নাম লিওনেল মেসি।" কিন্তু সেই ফুটবলার কে, তা বলেননি মারাদোনা। তবে কি অন্য কোনও ফুটবলারের কথা বলতে চেয়েছিলেন মারাদোনা? না কি সমালোচনার মুখে উল্টো সুরে কথা বলছেন তিনি? প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে।