নিজস্ব প্রতিবেদন- আইপিএলের সূচি নিয়ে তিনি শুরু থেকেই প্রশ্ন তুলছেন। আবার জাতীয় নির্বাচকদের নিয়েও প্রশ্ন তুলেছেন। আর এবার ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক দিলীপ বেঙ্গসরকারের নিশানায় বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। গত কয়েক মাসে একের পর এক বিষয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। কখনও আইপিএলের আয়োজন নিয়ে। কখনও আবার রোহিত শর্মার ফিটনেস নিয়ে। এমনকী কে এল রাহুলের লাল বলের ক্রিকেটে খেলা নিয়েও কথা বলেছেন বিসিসিআই সভাপতি। আর এত বিষয় নিয়ে সৌরভের কথা বলা পছন্দ হচ্ছে না বেঙ্গসরকারের। তাঁর সাফ কথা, বড্ড বেশি অন্যের হয়ে কথা বলছেন সৌরভ গাঙ্গুলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেঙ্গসরকার এদিন বলেছেন, ''আইপিএলের ভেনু ও সময় নির্ধারণ নিয়ে সৌরভ কথা বলেছে। অথচ এই নিয়ে কথা বলা উচিত ছিল আইপিএল চেয়ারম্যানের। কিন্তু সৌরভ তাঁর হয়ে যা বলার বলে দিল। এর পর ভারতীয় ক্রিকেটের অনেক ক্ষেত্রে ও মাথা গলাচ্ছে। এমনকী অন্যদের হয়ে ও-ই সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে। সংশ্লিষ্ট পদে থাকা ব্যক্তিদের কি তবে সৌরভ অযোগ্য বলে মনে করছে! নাকি ও নিজেকে তাদের থেকে এগিয়ে রাখছে! যে দায়িত্ব যাকে দেওয়া হয়েছে তার কথা বলাই তো ভাল। তাদের হয়ে সৌরভই সব বলে দিলে তো মুশকিল।''


আরও পড়ুন-  ঠিক মতো বলই ছুঁড়তে পারেন না, তাও জাতীয় দলে বরুন চক্রবর্তী!


তিনি আরও বলেন, ''আমি সব সময় মনে করতাম, প্রাক্তন ক্রিকেটাররা প্রশাসনিক পদে এলে ভালই হবে। সৌরভের থেকেও আমার অনেক প্রত্যাশা ছিল। তবে এখন যা শুরু হয়েছে তাতে আমার ভাবনা-চিন্তা সব ওলোট-পালোট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিটি বা বোর্ডের তরফে রোহিতের ফিটনেস নিয়ে কিছু বলা হল না। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট জানিয়ে দিল, রোহিত ফিট হলে ওকে অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে। তা হলে বোর্ড ওকে বাদ দিল কেন! ভারতীয় দলের ফিজিও ওকে বাদ দিল ফিটনেসের জন্য। আবার মুম্বইয়ের ফিজিও জানাল ও ফিট। রোহিত খেলল আইপিএলে। দুজন ফিজিওর দুরকম মত হয় কী করে!''